Sobujbangla.com | শবে বরাত ২১ এপ্রিলই
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

শবে বরাত ২১ এপ্রিলই

  |  ১৯:৫২, এপ্রিল ১৬, ২০১৯

পবিত্র শবে বরাত নিয়ে আগের সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। এর ফলে আগামী রোববার ১৪ শাবান অর্থাৎ ২১ এপ্রিল পবিত্র শবে বরাত পালিত হবে। মঙ্গলবার সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
এর আগে গত ৬ এপ্রিল রাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় জানানো হয়, শনিবার (৬ এপ্রিল) বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ৮ এপ্রিল সোমবার থেকে গণনা শুরু হবে শাবান মাস। এ হিসাবে ১৪ শাবান দিবাগত রাত, অর্থাৎ ২১ এপ্রিল পালিত হবে লাইলাতুল বরাত বা ভাগ্যরজনী।
তবে ‘মজলিসু রুইয়াতুল হিলাল’ নামের একটি সংগঠনের নেতারা ১১ এপ্রিল এক সংবাদ সম্মেলনে জানান, গত ৬ এপ্রিল শাবানের চাঁদ দেখা গেছে এবং সে বিষয়ে প্রশাসনকে অবহিত করা হলেও সে অনুযায়ী সিদ্ধান্ত হয়নি।
শবে বরাতের তারিখ নিয়ে এ বিভ্রান্তি দূর করতে গত ১৩ এপ্রিল জরুরি সভায় বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। সভায় ৬ সদেস্যের নতুন কমিটি গঠন করা হয়। কমিটি আগামী ১৭ এপ্রিল তাদের সিদ্ধান্ত দেবে বলে জানায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ