Sobujbangla.com | পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কা, নিহত ৩
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কা, নিহত ৩

  |  ১৯:১৪, এপ্রিল ১৩, ২০১৯

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মৈত্রী এক্সপ্রেসের ট্রেনের ধাক্কায় পিকআপ চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে দুই গরু ব্যবসায়ী। শনিবার (১৩ এপ্রিল) দুপুরে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কে উপজেলার রায়-দৌলতপুর ইউনিয়নের কয়েলগাঁতী এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের বড়কুড়া গ্রামের রহম আলী মিস্ত্রির ছেলে পিকআপ চালক সূর্য্য মিয়া, পাকুড়িয়া গ্রামের বিশা মণ্ডলের ছেলে রফিকুল ইসলাম ও একই গ্রামের আব্দুল হামিদের ছেলে নেহার।
পুলিশ জানায়, কামারখন্দ থেকে গরু বোঝাই পিকআপ নিয়ে উল্লাপাড়ার জনতার হাটে যাচ্ছিলেন কয়েকজন ব্যাপারী। পিকআপটি কয়েলগাঁতী এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। এতে পিকআপ চালক সূর্য্য ও দু’টি গরুর ঘটনাস্থলেই মারা যায়। আহত চারজন ব্যাপারীকে উদ্ধার করে কামারখন্দ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন দু’জন মারা যান। আহত অপর ২ জন সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ