Sobujbangla.com | মাদ্রাসাছাত্রীর গায়ে আগুন দেয়ার আলামত মিলেছে
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

মাদ্রাসাছাত্রীর গায়ে আগুন দেয়ার আলামত মিলেছে

  |  ১৯:৩৭, এপ্রিল ০৭, ২০১৯

ফেনীতে কেরোসিন ঢেলে মাদ্রাসা ছাত্রীর গায়ে আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় আলামত পেয়েছে পুলিশ। বরখাস্ত করা হয়েছে মাদ্রাসার অধ্যক্ষকে।
মুখটুকু বাদে ঝলছে গেছে পুরো শরীর। শ্লীলতাহানির অভিযোগ তুলে না নেয়ায়, এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ফেনীর সোনাগাজী উপজেলার মাদ্রাসা ছাত্রী নুসরাত। চিকিৎসকরা বলছেন, তার শারীরিক অবস্থা মোড় নিতে পারে যেকোনো দিকে।
এখন চিকিৎসাধীন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় গঠন করা হয়েছে ৮ সদস্যের মেডিকেল বোর্ড। বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক জানান, নুসরাতের চিকিৎসার ভার নিয়েছে সরকার।
এদিকে ঘটনাস্থল সোনাগাজী ফাজিল মাদ্রাসা পরিদর্শন করেছেন, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজিসহ উর্দ্ধতন কর্মকর্তারা।
নৃশংস এই ঘটনার পরদিন জরুরি সভা করেছে সোনাগাজী ফাজিল মাদ্রাসা গভর্নিং বডির। এতে অধ্যক্ষকে গ্রেপ্তারের দিন থেকে সাময়িক বরখাস্ত আর নুসরাতকে দুই লাখ টাকা সহায়তাসহ সাতটি সিদ্ধান্ত নেয়া হয়।
গত ২৭ মার্চ মাদ্রাসার প্রধান শিক্ষক সিরাজ উদদৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতকে শ্লীলতাহানির চেষ্টা করেন। ওই ঘটনায় তার মায়ের করা মামলায় এখন কারাগারে অভিযুক্ত মাদ্রাসা প্রধান শিক্ষক। অভিযোগ প্রত্যাহারের জন্য শনিবার মাদ্রসার প্রশাসনিক ভবনের ছাদে তাকে শাসায় কয়েকজন ওই মাদ্রাসারই ৪-৫জন ছাত্রী। অস্বীকৃতি জানানোয় জোর করে নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ