জিএম কাদেরকে আবার কো-চেয়ারম্যান বানালেন এরশাদ
জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ছোট ভাই জিএম কাদেরকে কো-চেয়ারম্যান পদে পুনর্বহাল করেছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বৃহস্পতিবার রাতে এরশাদ স্বাক্ষরিত জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক জিএম কাদেরকে কো-চেয়ারম্যান পদে নিযুক্ত করা হলো, যা আজ থেকেই কার্যকর হবে।
গত ২২ মার্চ গভীর রাতে পার্টির কো-চেয়ারম্যানের পদ থেকে ছোট ভাই জিএম কাদেরকে সরিয়ে দেন এরশাদ। পরের দিন সংসদের বিরোধীদলের উপনেতার পদ থেকেও সরিয়ে দেওয়া হয় জিএম কাদেরকে। তখন দলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পার্টি পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় জিএম কাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
তার আগে গত ১ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এরশাদ ঘোষণা দেন, ‘জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে আমি দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের জানাতে চাই, আমার অবর্তমানের পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের পার্টি পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করবেন।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 