রাজউকের উচ্ছেদ অভিযানে দুই প্রতিষ্ঠান সিলগালা
রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রাজউকের ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করা হয়েছে প্রায় সাত লাখ টাকা। সিলগালা করা হয় দুটি প্রতিষ্ঠান। তবে আজ রাজউকের জোন-দুই এ তথ্য সংগ্রহের কথা থাকলেও মাঠে দেখা যায়নি কর্তৃপক্ষকে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা এগারোটার দিকে কথা ছিলো চতুর্থ দিনের মতো বহুতল ভবনগুলোর তথ্য সংগ্রহ অভিযান শুরু করবে রাজউক জোন ২।
কিছুক্ষণ পরেই উত্তরার তিন নম্বর সেক্টরে শুরু হয় রাজউকের উচ্ছেদ অভিযান। ১৬ তলা এইচ এম প্লাজার আন্ডারগ্রাউন্ডে গড়ে উঠেছে মার্কেট। আর পার্কিং-এর সুবিধা না রেখেই পাশ হয়েছে নকশা।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালে দু’জনকে আটকের নির্দেশ দেন তিনি। কিন্তু সেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কৌশলে তাদের সরিয়ে দেন। পরে জব্দ করা হয় মূল নকশা।
কৌশলে তাদের সরিয়ে নেওয়ার ভিডিও সময় সংবাদের ক্যামেরায় আছে জানালে রাজউক জোন-২ এর অথরাইজড অফিসার মো. আশরাফুল ইসলাম বলেন, ‘আটকের বিষয় না তর্কে জড়ানোর জন্য না।’
আশপাশের ভবন ঘিরে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা ভাঙা হয়। পরে আবাসিক ভবনের অনুমোদন নিয়ে গড়ে ওঠা কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়। সিলগালা করা হয় দুটি প্রতিষ্ঠান।
তবে ফুটপাতের মধ্যে গড়ে ওঠা একটি রাজনৈতিক দলের কার্যালয় না ভেঙে তাদের সরিয়ে নিতে সময় বেধে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 