১ হাজার কোটি টাকা চায় মোহামেডান
ক্লাবের জমিতে বহুতল ভবন নির্মানে, সহজে ঋণ পেতে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্যরা। দেশের ক্রীড়াঙ্গনে মোহামেডান ক্লাবের গুরুত্ব জানানোর পাশাপাশি, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আশ্বস্ত করেছেন ক্লাব কর্তাদের। মোহামেডানের কর্মকর্তারাও স্বপ্ন দেখছেন বহুতল ভবন নির্মাণের পর সচ্ছলতা ফিরে আসবে ক্লাবের। ফিরবে হারানো জৌলুস।
দেশের ক্রীড়াঙ্গনের বড় নাম মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে মাঠের জৌলুস হারিয়ে এখন শুধু কাগজেই বড় নাম হয়ে আছে ক্লাবটি। গেলো এক দশকে একের পর এক ব্যর্থতায় অস্তিত্ব সংকটে মোহামেডান।
তবে এর পেছনে দায় কার? ক্লাব সংশ্লিষ্টরা আর্থিক সংকটকেই দায়ী করেন বরাবর। এবার সেই সংকট উত্তরণে পদক্ষেপ নিয়েছে ক্লাবটি। মতিঝিলে ক্লাবের নিজস্ব জমিতে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিনের। তবে এর জন্য দরকার অর্থ।
আর্থিক প্রতিষ্ঠান থেকে সহজ শর্তে ঋণ নিতে মোহামেডানের পরিচালনা পর্ষদ দ্বারস্থ অর্থমন্ত্রীর। পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠক করেছেন অর্থমন্ত্রী। আইসিসির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা মুস্তফা কামাল, আশ্বস্ত করেছেন মোহামেডান কর্তাদের। সঙ্গে মনে করিয়ে দিয়েছেন দেশের ক্রীড়াঙ্গনে মোহামেডানের গুরুত্বটাও।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, তারা একটা প্রস্তাবনা নিয়েছেন। আমরা দেখছি সেটাকে কীভাবে বাস্তবায়ন করা যায়। দেশের ক্রীড়াঙ্গনে মোহামেডান একটা শক্ত ক্লাব। মোহামেডান ছাড়া ক্রীড়াঙ্গন হয়নি। কতটুকু ভালো খেললো তার চেয়ে বড় করে দেখতে হবে তারা খেলাধুলার সঙ্গে আছে কিনা। খেলায় চ্যাম্পিয়ন দলকেও যেমন দরকার, পরাজিত দলকেও দরকার।
আর্থিকভাবে সচ্ছল হওয়ার লক্ষ্যে ১০০ কাঠা জমিতে ৫২ তলা ভবন নির্মাণের পরিকল্পনা মোহামেডান ক্লাব কর্তাদের। এরই মধ্যে রাজউক ও বেসামরিক বিমান কর্তৃপক্ষের অনুমতিও নেয়া হয়েছে। অপেক্ষা শুধু অর্থের। সুদিন ফেরার স্বপ্ন দেখতে শুরু করেছে ক্লাব সংশ্লিষ্টরাও।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া বলেন, অর্থমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন। আমরা তার আশ্বাসে আশাবাদী। আমাদের ১ হাজার কোটি টাকা দরকার। যারা কম সুদে ঋণ দেয় সেখানে সরকার এবং অর্থমন্ত্রণালয়ের সহায়তা আমাদের দরকার।
৪ বছর মেয়াদি প্রকল্প সম্পন্ন হলে বছরে ১০০ কোটি টাকা আয় হবার আশা করছে মোহামেডান কর্তৃপক্ষের।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 