ট্রলারডুবিতে নিহতদের ক্ষতিপূরণের ঘোষণা ইসি সচিবের
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন শেষে ট্রলার যোগে ফেরার পথে ট্রলার ডুবির ঘটনায় দুর্ঘটনার শিকার আহত প্রত্যেককে ইসির পক্ষ থেকে ২০ হাজার ও নিহতদের পরিবারকে সাড়ে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলাল উদ্দিন আহমেদ।
সোমবার (০১ এপ্রিল) সন্ধ্যায় উদ্ধার হওয়া আহতদের দেখতে গিয়ে এ কথা জানান। এ সময় তিনি সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া আহত ১২ জনের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নেন।
এ দুর্ঘটনা অত্যন্ত দু:খজনক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। যেকোনো সময়, যে কেউ এমন দুর্যোগের শিকার হতে পারেন। তবে আরও সতর্ক হলে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কিছুটা এড়ানো যেত বলে তিনি মনে করেন।
কোনো অনিয়ম হলে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ ঘটনায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করার কথাও জানান ইসি সচিব হেলাল উদ্দিন আহমেদ।
এ সময় ইসি সচিবের সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রাব্বি মিয়া, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, সোনারগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা জসিম উদ্দিন, সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হালিমা খাতুনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 