অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না এফআর টাওয়ারে: ফায়ার সার্ভিস
রাজধানীর বনানীর এফআর টাওয়ারের কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না বলেই জানিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় এক প্রেস ব্রিফিং-এ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিলীপ কুমার ঘোষ বলেন, ভবনের জরুরি বহির্গমন ব্যবস্থায় সমস্যা ছিল। নিহতের সংখ্যা ১৯
আর আহত ৭০ বলে তিনি জানান।
এদিকে, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফায়ারের উপ-পরিচালক (প্রশাসন) শামীম হাসান বলেন, একটি উঁচু ভবনে অগ্নি নিরাপত্তার যে ব্যবস্থা থাকা দরকার, তা এই ভবনে ছিল না। আগুন নেভাতে গিয়ে আমরা বারবার বাধার সম্মুখীন হয়েছি। তিনি আরও জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কোনো ধরনের গাফিলতি ছিল না।
আগুনের সূত্রপাত সপ্তম বা অষ্টম তলা থেকে হয়েছে জানিয়ে শামীম হাসান বলেন, আগুন লাগার কারণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
ফায়ারের কর্মকর্তা শামীম জানান, এখন পর্যন্ত ১৯টি লাশ উদ্ধার করা হয়েছে। ভবনের অগ্নিনির্বাপণ ব্যবস্থার গাফিলতি ছিল বলে এই কর্মকর্তাও জানান। তিনি আরও বলেন, চারটি ফ্লোরের বাইরে আগুন ছড়িয়ে পড়তে দেওয়া হয়নি। ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 