Sobujbangla.com | স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়

  |  ১৮:৪৭, মার্চ ২৬, ২০১৯

রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও তাঁর স্ত্রী রাশিদা খানম দেশের ৪৯তম স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
বঙ্গভবনের এ অনুষ্ঠানে বিকাল ৪টা ৪৫ মিনিটে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যৌথভাবে একটি কেক কাটেন।
রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান অনুষ্ঠানে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের খোঁজ-খবর নেন এবং তাদের কল্যাণে সবধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।
বীর মুক্তিযোদ্ধা এবং বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্তদের পরিবারের সদস্যরাও স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এ সংবর্ধনায় যোগ দেন।
পরবর্তীতে মন্ত্রী পরিষদের সদস্য, কূটনীতিকসহ অনুষ্ঠানে আগত ভিভিআইপি ব্যক্তিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা। শুভেচ্ছা বিনিময়ের এ অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনও উপস্থিত ছিলেন।
মন্ত্রিসভার সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, সুপ্রিম কোর্টের বিচারপতিবৃন্দ, জাতীয় সংসদ সদস্যগণ, সিনিয়র আইনজীবীগণ, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ, জ্যেষ্ঠ রাজনীতিকগণ, সম্পাদক ও সাংবাদিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, শিল্পী, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা সংবর্ধনায় যোগদান করেন।
জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদও এ সংবর্ধনায় অংশ নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ