Sobujbangla.com | রাসেল ঝড়ে উড়ে গেল সাকিবের হায়দরাবাদ
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

রাসেল ঝড়ে উড়ে গেল সাকিবের হায়দরাবাদ

  |  ১৭:২৯, মার্চ ২৪, ২০১৯

গত ফেব্রুয়ারিতে বিপিএলের ফাইনালে ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। সেই চোটের কারণে যেতে পারেননি বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে। অবশ্য সেই সময় তৃতীয় টেস্টে খেলার সম্ভাবনার কথা শোনা গেলেও পরে সেটি থেকেও ছিটকে পড়েন। আশার কথা দীর্ঘ পুনবার্সন প্রক্রিয়া শেষে পুরো ফিট হয়েই মাঠে ফিরেছেন বাংলাদেশি অলরাউন্ডার। অবশ্য নিজের ৩২তম জন্মদিনে এবারের আইপিলের প্রথম ম্যাচ খেলতে নেমে ব্যর্থ হয়েছেন। নিজে পারেননি ভালো করতে, দলও হেরেছে বিশাল ব্যবধানে।
আজ রোববার কলকাতা নাইটরাইর্ডের বিপক্ষে প্রথম মোকাবিলায় নেমে সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদ হেরে গেছে ছয় উইকেটের বড় ব্যবধানে। অবশ্য এই ম্যাচে সাকিব খুব বড় কোনো সাফল্য পাননি। একটি মাত্র উইকেট পেয়েছেন। আর ৩.৪ ওভার বল করে খরচ করেছেন ৪২ রান।
অবশ্য ইনিংসের শুরুতে কলকাতার অস্ট্রেলীয় ওপেনার ক্রিস লিনকে ফিরিয়ে ভালো কিছু করার আশা জাগিয়েছিলেন সাকিব, কিন্তু শেষ পর্যন্ত পারেননি। অবশ্য প্রথমে ব্যাট করতে নেমে ভালো সংগ্রহই গড়েছিল হায়দরাবাদ। ডেভিড ওয়ার্নারের ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে করেছিল ১৮১ রান। যাতে ওয়ার্নার করেছিলেন ৫৩ বলে ৮৫ রান। যাতে নয়টি চার ও তিনটি ছক্কার মার ছিল। অবশ্য ব্যাট হাতে মাঠে নামতে হয়নি সাকিবকে।
এর জবাবে ব্যাট করতে নেমে কলকাতার শুরুটা খুব একটা ভালো না হলেও শেষ দিকে ক্যারিবীয় ব্যাটসম্যান আন্দ্রে রাসেলের ব্যাটিং ঝড়ে এক রকম উড়ে গেছে হায়দরাবাদ। রাসেল মাত্র ১৯ বলে ৪৯ রানের একটি চমৎকার ইনিংস খেলেন। চারটি চার ও চারটি ছক্কার মার রয়েছে তাঁর এই ইনিংসে।
তাঁর ঝড়ের দিনে হায়দরাবাদের বোলাররা এক রকম অসহায় ছিল। কেউই খুব একটা সুবিধা করতে পারেননি। তাই আসরে সাকিবদের শুরুটা হয়েছে হার দিয়েই।

এ বিভাগের অন্যান্য সংবাদ