তিন দশক পর যাত্রা শুরু হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর।
তিন দশক পর যাত্রা শুরু হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর। নির্বাচিত সদস্যদের নিয়ে ডাকসু ভবনে বসে প্রথম সভা। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাব করা হয়। তবে, ফের নির্বাচনের দাবিতে ক্যাম্পাসজুড়েই বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করেছে, বেশ কয়েকটি ছাত্র সংগঠন। এদিকে ডাকসুর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের হল সংসদেও হয়েছে, প্রথম বৈঠক।
ডাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম দিনের বৈঠক শেষ হয় শনিবার (২৩ মার্চ) বেলা দুইটার দিকে। পরে ডাকসুর সভাপতি ও উপাচার্য ড. আখতারুজ্জামানের জানান, প্রথম দিনের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন সদস্য সম্মাননা দেয়ার প্রস্তাব করা হয়েছে।
তবে, নির্বাচনকে বিতর্কিত উল্লেখ করে পুনর্নির্বাচনের দাবিতে অনঢ় নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর। যদিও জিএসএর দাবি, সর্বসম্মতিক্রমেই শেখ হাসিনাকে আজীবন সদস্য সম্মাননার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
‘গোলাম রাব্বানী বলেন, ডাকসু সভাপতির কাছে আমরা সর্বসম্মতভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য সম্মাননা দেয়ার প্রস্তাব দিয়েছি। তিনি জানিয়েছেন পরবর্তী বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হবে।
নুরুল হক নুর বলেন, ‘এই নির্বাচন যেহেতু প্রশ্নবিদ্ধ, নিত্তবাচন নিয়ে একটা বিতর্ক রয়েছে, সেই জায়গা থেকে আমি মনে করিনা মাননীয় প্রধানমন্ত্রীকে সদস্যপদ ঘোষণা করা উচিত। সি জাইগা থেকে আমিসহ কয়েকজন আপত্তি প্রকাশ করেছি।
এর আগে উপাচার্য আখতারুজ্জামানের সভাপতিত্বে বেলা ১১টার কিছু পরে শুরু হয় বৈঠক। প্রথম দিনের বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচিত সবাই।
আপস
তবে, পুনঃনির্বাচনের দাবিতে সকাল থেকেই উত্তাল ছিলো ক্যাম্পাস। ডাকসু ভবনের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
আর, ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে, জাসদ ছাত্রলীগ। রাজু ভাস্কর্যের সামনে, প্রতিকি লাল কার্ড দেখায় বাম ছাত্র সংগঠনগুলো।
ডাকসুর পাশাপাশি হল সংসদেও প্রথম বৈঠক হয়েছে। দলমত ভুলে একসাথে কাজ করার সিদ্ধান্ত নেন, হল সংসদের নেতারা।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 