Sobujbangla.com | শাবিতে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা আহত
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

শাবিতে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা আহত

  |  ১৭:১৫, মার্চ ২৩, ২০১৯

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের এক নেতার ওপর অতর্কিত হামলা চালিয়ে আহত করেছে প্রতিপক্ষের নেতাকর্মীরা।গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত রাজিব সরকার বাংলা বিভাগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি শাখা ছাত্রলীগের নেতা মুশফিকুর রহমান ভুইয়ার অনুসারী।
শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.জহির উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ছাত্রলীগের নিজেদের অর্ন্তকোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে। বেশ গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা তাকে দেখতে এসেছি।
ছাত্রলীগের কারা হামলা করেছে এমন প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, ছাত্রলীগের প্রতিপক্ষরাই হামলা করেছে। গত ১০ মার্চের ঘটনার জেরে এ হামলা ঘটেছে। তবে আরও নিশ্চিত হয়ে এ বিষয়ে বলতে হবে।
গত ১০ মার্র্চ এই দুইপক্ষের অনুসারী কর্মীদের মধ্যে বাকবিতন্ডার জেরে দিনভর দফায় দফায় উত্তেজনা ও হামলার ঘটনা ঘটেছিল। হামলা প্রক্টরসহ দুইপক্ষের মোট ১৫জন আহত হয়েছিলেন।
এ ব্যাপারে শাখা ছাত্রলীগের নেতা মুশফিকুর রহমান ভুইয়া বলেন, পূর্ব বিরোধের জেরে শাখা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক সাখাওয়াত হোসেনের অনুসারী কর্মীরা এ হামলা করেছে। তাদের অনুসারী কর্মী সোহাগ, রিশাদ, সজীব, সুমন, আমিনুল, রনি, শোভন, সুজন বৈষ্ণবসহ বেশ কয়েকজন অতর্কিতভাবে এ হামলা চালায়।
তিনি বলেন, হত্যার উদ্দেশ্যে এ হামলা করেছে তারা। ইট, জিইআই পাইপ ও দা দিয়ে হামলা করেছে। এলোপাতাড়ি আঘাতে মাথা থেঁতলে দিয়েছে। আমরা তাদের বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগ থেকে বহিষ্কার চাই। না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত না। তবে এ ঘটনার সুষ্ঠু সমাধানের চেষ্টা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ