Sobujbangla.com | ভারত-বাংলাদেশে সাজাপ্রাপ্তদের সহায়তা দিতে কমিটি গঠন।
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

ভারত-বাংলাদেশে সাজাপ্রাপ্তদের সহায়তা দিতে কমিটি গঠন।

  |  ১৮:০৭, মার্চ ২২, ২০১৯

বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী জেলার মানুষ সীমান্ত পারাপার করতে গিয়ে ধরা পড়ে সাজাপ্রাপ্ত হয়ে দু’দেশের কারাগারে রয়েছেন। এদের মধ্যে অনেকের সাজার মেয়াদ শেষ হওয়ার পরও আইনি জটিলতায় স্ব-স্ব দেশে ফিরতে পারছেন না।
দু’দেশে সাজাপ্রাপ্তদের আইনি সহায়তা দিতে শুক্রবার (২২ মার্চ) বাংলাদেশ-ইন্ডিয়া বর্ডার ভিকটিমস লিগ্যাল এ্যাসিসটেন্স ফোরাম গঠন করা হয়েছে। দুপুরে কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর এসএম আব্রাহাম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়।
সভায় অতিথি হিসেবে ভারতের কলকাতায় অবস্থিত বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চের সম্পাদক কিরিটি এবং রংপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুর রশিদ চৌধুরী উপস্থিত ছিলেন।
সভায় কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নওগাঁ, জয়পুরহাট ও রাজশাহী জেলার শতাধিক আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় সর্বসম্মতিক্রমে কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর এসএম আব্রাহাম লিংকনকে আহ্বায়ক ও রংপুর নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর খন্দকার রফিক হাসনাইনকে সদস্য সচিব করে ২২ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ