ব্রেক্সিট ইস্যুতে আরেক দফার ভোটাভুটি স্থগিত।

ব্রেক্সিট ইস্যুতে বিকল্প পরিকল্পনা নিয়ে পার্লামেন্টে অনুষ্ঠেয় আরেক দফার ভোটাভুটি স্থগিত করেছেন হাউজ অব কমন্সের স্পিকার জন বারকোউ।
বিকল্প প্রস্তাবনায় বাস্তবভিত্তিক পরিবর্তন না আনা পর্যন্ত এর ওপর আর কোন ভোটাভুটি অনুষ্ঠিত হবেনা বলেও জানান তিনি। সংকট থেকে উত্তরণে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। আগামী সপ্তাহে বিকল্প ব্রেক্সিট প্রস্তাবনার ওপর তৃতীয় দফায় ভোটাভুটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এদিকে, ব্রেক্সিট বাস্তবায়নের সময়সীমা কিছুটা পেছানোর বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনার আভাস দিয়েছেন ব্রেক্সিট বিষয়ক প্রতিমন্ত্রী কোয়াসি কোয়ারতেং। তিনি আরও বলেন, ইইউ থেকে ব্রিটেনের বিচ্ছেদ প্রক্রিয়া ঠিক কতদিন পেছানো হবে, তা নির্ভর করছে প্রধানমন্ত্রীর বিকল্প ব্রেক্সিট পরিকল্পনা পার্লামেন্টের অনুমোদন দেয়া না দেয়ার ওপর।