Sobujbangla.com | শীর্ষস্থান পুনরুদ্ধারে রোববার মাঠে নামবে লিভারপুল
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

শীর্ষস্থান পুনরুদ্ধারে রোববার মাঠে নামবে লিভারপুল

  |  ১৯:৫৩, মার্চ ১৬, ২০১৯

শীর্ষস্থান পুনরুদ্ধারের মিশনে মাঠে নামবে লিভারপুল। প্রতিপক্ষ রেলিগেশনের শঙ্কায় থাকা ফুলহ্যাম। ক্রাভান কটেজে ম্যাচটি শুরু হবে রোববার (১৮ মার্চ) রাত সোয়া ৮টায়। আরেক ম্যাচে গুডিসন পার্কে এভারটনের বিপক্ষে লড়বে চেলসি। এ ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ১০টায়।
১৪ মার্চ অ্যালিয়েঞ্জ অ্যারেনার মধুর সে স্মৃতি এখনও ভুলতেই পারছেনা লিভারপুল। বায়ার্নকে তাদের মাটিতে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে অলরেড। সাদিও মানে ও ভ্যান ডিকদের চোখেমুখে এখনও সে মুহূর্ত রঙ্গিন হয়ে আছে।
সুখের স্মৃতি আঁকড়ে থাকলেতো হবে না। এগিয়ে যেতে হবে লিগেও। ম্যানচেস্টার সিটিকে টপকে দখলে নিতে হবে পয়েন্ট টেবিলের রাজত্ব। এ লক্ষ্যে টেবিলে পিছিয়ে পড়া ফুলহ্যামের মুখোমুখি হবে লিভারপুল। দুর্দান্ত ফর্মে আছেন সাদিও মানে। শেষ আট লিগ ম্যাচে আট গোল পেয়েছেন সেনেগালের এই ফরোয়ার্ড। তবে, ইনজুরির কারণে এ ম্যাচে জর্ডান হেন্ডারসন ও নেবি কেইটাকে মাঠে পাবেন না ক্লপ।
প্রতিপক্ষ ফুলহ্যাম ৩০ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র চারটিতে। রেলিগেশনের শঙ্কা প্রতি মুহূর্তেই চোখ রাঙ্গাচ্ছে ভারপ্রাপ্ত কোচ স্কট মার্কারকে। প্রতিপক্ষের এ দুর্বলতার সুযোগটা লুফে নিয়ে জয় পেত চান ক্লপ। এ যাত্রায় পরিসংখ্যানও তাকে যোগাচ্ছে আত্মবিশ্বাস। কারণ লিগে টানা ৫ ম্যাচ লিভারপুলকে হারাতে পারেনি ফুলহ্যামকে।
লিভারপুলের মতই দারুণ আত্মবিশ্বাস নিয়ে এভারটনের মুখোমুখি হবে চেলসি। মাত্রই ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে ডায়নামো কিয়েভকে হারিয়েছে ব্লু। ম্যাচে হ্যাটট্রিক করেছেন অলিভার জিরু। জয়ের সে ধারাবাহিকতা ইপিএলেও ধরে রাখতে চায় চেলসি।
শেষ দশ ম্যাচে মাত্র একবার চেলসির বিপক্ষে জিতেছিলো টফিস। এ থেকে কিছুটা স্বস্তি খুঁজে নিতে পারেন মৌরিজিও সারি। তার জন্য ভাল খবর আছে আরো একটা। ফিট হয়ে এভারটনের বিপক্ষে খেলবেন গঞ্জালো হিগুইন। এছাড়াও ফিরছেন সিজার এসপিলিকুয়েতা, ডেভিড লুইজ ও হ্যাজার্ড।

এ বিভাগের অন্যান্য সংবাদ