Sobujbangla.com | রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে নারী ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে নারী ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

  |  ১৮:৪৭, মার্চ ১৪, ২০১৯

জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন নাজনীন আক্তার স্বর্ণা নামে এক উপজেলা নারী ভাইস চেয়ারম্যান।
বৃহস্পতিবার( ১৪ মার্চ) সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলন করেন তিনি।
স্বর্ণা লিখিত বক্তব্যে দাবি করেন, ২০০২ সাল থেকে কুয়াকাটায় ব্যবসায়িক উদ্দেশ্যে জমি কেনেন। প্রায় ৭০ বিঘা জমির মালিক তিনি। এর মধ্যে এসএ ১২০৩ নম্বর খতিয়ানে একটি স্থাপনাসহ ৩৩ শতক জমি কেনেন ২০০৮ সালে, যা থেকে ২০ শতক বিক্রি করেন। বাকি জমিতে তিনি বসবাস করে আসছেন। যার নাম স্বর্ণাঞ্চল। কিন্তু ওই বাড়ির প্রবেশপথটি রুহুল আমিন হাওলাদারের মালিকানাধীন কেআর ফ্যাশন ইন্টারন্যাশনালের কুয়াকাটার কেয়ারটেকার কমল হাওলাদারসহ তার সহযোগীরা বন্ধ করে দেয়।
তিনি আরও জানান, ৩ মার্চ কাজ চলাকালে প্রথমে মহীপুর থানার এসআই হাফিজুর রহমান কয়েকজন পুলিশ নিয়ে বাধা দেন। অপমানজনক কথা বলেন। তাকে বোঝানোর চেষ্টা করেন। ব্যর্থ হয়ে মহিপুর থানার ওসি সাইদুলকে ফোন করেন। ওসি থানায় চা খাওয়ার দাওয়াতের কথা বলে। যেতে না চাইলে পুলিশ ভ্যানে জোর করে তোলার চেষ্টা করা হয়। বাধ্য হয়ে একটি ভাড়াটে হোন্ডায় স্বর্ণা মহিপুর থানায় যান। সেখানে তাকে আটকে রেখে কেআর ফ্যাশন ইন্টারন্যাশনালের কেয়ারটেকার কমল হাওলাদারকে দিয়ে একটি মামলা করে আদালতে সোপর্দ করা হয়।
১১ দিন হাজতবাসের পর কুয়াকাটায় এসে এখনও তিনি নিরাপত্তাহীন বলেও জানান নারী ভাইস চেয়ারম্যান।
এ ব্যাপারে মহিপুর থানার ওসি মো. সাইদুল ইসলাম জানান, নাজনীন আক্তারের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে। আর তিনি মহিলা পুলিশকে গালাগালসহ লাঞ্ছিত করে মিথ্যা অভিযোগ করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ