Sobujbangla.com | সব পদেই পুনঃনির্বাচন চান নুর
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

সব পদেই পুনঃনির্বাচন চান নুর

  |  ১৯:০৭, মার্চ ১২, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সকল পদেই নতুন করে নির্বাচন করার দাবি জানিয়েছেন সোমবারের (১১ মার্চ) ভোটে ভিপি হিসেবে নির্বাচিত নুরুল হক নুর। মঙ্গলবার সন্ধ্যায় সংবাদকর্মীদের সামনে এ দাবি জানান তিনি। এর আগে তিনি ভিপি ও সমাজ সেবা সম্পাদক পদের বাইরে অন্য পদগুলোতে নির্বাচনের দাবি জানিয়েছিলেন।
সন্ধ্যায় নুর বলেন, এই প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত ফলাফল বাতিল করে দ্রুত নতুন নির্বাচন দেয়ার দাবি জানাচ্ছি।
আগে দুইটি পদ বাদ দিয়ে অন্য পদগুলোতে নির্বাচনের দাবি জানিয়েছিলেন, কিন্তু এখন সবগুলো পদেই তিনি নির্বাচন চাচ্ছেন কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি একটা কথাই বলেছিলাম, এই নির্বাচনে অন্যদের হারানোর জন্য বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং বা কারচুপি হয়েছে। এত কারচুপির পরও আমি এবং আমার সহযোদ্ধা আক্তার হোসেন বের হয়ে এসেছি। সেজন্য আমরা বলেছিলাম, এই দুটি পদ বাদে অন্যগুলোতে বেশি কারচুপি হয়েছে। সেজন্য আমাদের দাবি ছিল এই দুটি পদ বাদ দিয়ে অন্যগুলোতে নির্বাচন করার।
তিনি আরও বলেন, যদি পুনঃনির্বাচন হয় সেক্ষেত্রে আংশিক নয় পুরো নির্বাচন প্রক্রিয়াই নতুন করে হতে পারে। আমি নিজে কোনো কর্মসূচি দিচ্ছি না তবে ছাত্র সংগঠনগুলোতে কর্মসূচি চলমান রয়েছে এবং তাদের কর্মসূচির সঙ্গে আমার সম্মতি রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ