বিজিবির কাছে এক পুলিশ কর্মকর্তা ও তার বান্ধবীসহ আটক
কক্সবাজারের রামুতে ইয়াবাসহ সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের এক উপ-পরিদর্শক ও তার এক বান্ধবীকে আটক করেছে বিজিবি। এসময় জব্দ করা হয় তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেল।
রোববার (১০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল ব্রিজের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের অংশে বিজিবির চেকপোস্টে এ অভিযান চালানো হয় বলে জানান কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন।
আটক নিজামুল হক পুলিশের চট্টগ্রাম মেট্রোপলিটনে কর্মরত উপ-পরিদর্শক ছিলেন। তবে কিছু আগে থেকে সাময়িক বরখাস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটক এসআই এর বান্ধবীর নাম ও পরিচয় জানাতে পারেননি এসপি।
এসপি মাসুদ বলেন, টেকনাফ দিক থেকে আসা একটি মোটরসাইকেল কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল ব্রিজ সংলগ্ন বিজিবির চেকপোস্ট অতিক্রম করার সময় থামানো হয়। পরে গাড়িতে থাকা এক যুবক ও তার বান্ধবীর শরীর তল্লাশি চালায় বিজিবির সদস্যরা।
এসময় নিজামুল হকের শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৩ হাজার ২০০টি ইয়াবা পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে বিজিবির সদস্যরা জানতে পারে আটক যুবক পুলিশের চট্টগ্রাম মেট্রোপলিটন শাখায় কর্মরত।
এসপি বলেন, ঘটনাটি অবহিত করার পর আটক যুবককে তার বান্ধবীসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নিজামুল হককে গত কিছুদিন আগে চট্টগ্রাম মেট্রোপলিটন শাখা পুলিশ সাময়িক বরখাস্ত করেছিল। এ অবস্থায় বান্ধবীসহ কক্সবাজার বেড়াতে এসে সে ইয়াবাসহ আটক হয়েছে।
পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে জানান মাসুদ। এসপি বলেন, এ ঘটনায় তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 