আখালিয়ায় ১১ অবৈধ স্থাপনা উচ্ছেদ
নগরীর আখালিয়ায় সরকারি জমি দখল করে নির্মিত ১১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
রোববার সকালে এসকল স্থাপনা উচ্ছেদ করা হয়।
সিসিক সূত্রে জানা যায়, আখালিয়ায় সুরা আবাসিক এলাকা ও ঘানুয়াটার মধ্যবর্তী স্থানে ১৬ ফুট দীর্ঘ একটি গোপাট বেশ কয়েকদিন ধরে স্থানীয় প্রভাবশালীদের দখলে ছিল। এমনকি তারা সেই গোপাট দখল করে নির্মাণ করেন অবৈধ স্থাপনা। বার বার সরকারি জায়গা দখল করে অবৈধভাবে নির্মাণ করা স্থাপনার মালিকদের তাদের স্থাপনে উচ্ছেদে নোটিশ দেয় সিসিক। তা সত্যেও স্থাপনার মালিকগণ তাদের নিজ নিজ স্থাপনা উচ্ছেদ না করলে আজ রোববার সকালে সিসিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বেদখল হওয়া সরকারি জমি উদ্ধার করে। এসময় মোট ১১টী স্থাপনা উচ্ছেদ করা হয় বলেও সিসিক সূত্রে জানা যায়।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এই গোপাটকে ঘিরে অবৈধভাবে বেশকিছু দোকানপাট, বিল্ডিং ও বস্তি গড়ে উঠেছে। ধারাবাহিক অভিযানের মাধ্যমে এসব স্থাপনা উচ্ছেদ করা হবে। এর আগে এসব অবৈধ দখল অপসারণে কয়েকদফা নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু দখলদাররা স্থাপনা অপসারণ করেননি। দখলদার যত প্রভাবশালী হোক না কেন, অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সিটি মেয়র।
এসময় সিসিক মেয়র আরিফের সাথে উপস্থিত ছিলেন- স্থানীয় কাউন্সিলর মখলেছুর রহমান কামরান, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান।সিলেট

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 