Sobujbangla.com | মৌলবাদ নারীর এগিয়ে চলার পথে প্রধান অন্তরায় : শিক্ষামন্ত্রী
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

মৌলবাদ নারীর এগিয়ে চলার পথে প্রধান অন্তরায় : শিক্ষামন্ত্রী

  |  ১৯:০১, মার্চ ০৮, ২০১৯

শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, মৌলবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদ নারীর এগিয়ে চলার পথে প্রধান অন্তরায়। তিনি বলেন, যে রাজনীতি মৌলবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদকে আশ্রয়-প্রশ্রয় দেয় তা রাজনীতি নয়, অপরাজনীতি। ডা. দীপুমনি আজ বিকেলে রাজধানীতে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ব্যংকের উদ্যোগে আয়োজিত ‘এস এম ই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী’ শীর্ষক এক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
নারীর মনের দেয়ালও নারীর এগিয়ে যাওয়ার পথে আরেকটি বাধা- এ কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘বেড়ে উঠার পথে একজন নারীকে অনেক বাধা-নিষেধ অতিক্রম করতে হয়। এসব বাধা নারীর মনে এক ধরনের দেয়াল তৈরি করে। নারীকে প্রথমে এ দেয়াল ভাঙ্গতে হবে।
ডা. দীপু মনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারী জাগরণের যে অধ্যায় সূচিত হয়েছে তা আমাদের ধরে রাখতে হবে। বাংলাদেশের অর্থনীতির যে অগ্রযাত্রা সূচিত হয়েছে তাতেও নারীর অবদান রয়েছে। নারীরা আজ উদ্যোক্তা হচ্ছে। চাকরি দিচ্ছে।’
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আব্দুর রহিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ও ব্যাংকার্স এসোসিয়েশন চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ