Sobujbangla.com | ইসলাম শব্দের আক্ষরিক অর্থই শান্তি: সুষমা স্বরাজ।
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

ইসলাম শব্দের আক্ষরিক অর্থই শান্তি: সুষমা স্বরাজ।

  |  ১৯:৩৪, মার্চ ০২, ২০১৯

ইসলাম শব্দটির আক্ষরিক অর্থই শান্তি এবং আল্লাহর ৯৯টি নামের কোনোটির অর্থেই সহিংসতা নেই বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
শুক্রবার ‘অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন’র(ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’।
মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআনের একটি আয়াতের খণ্ডাংশ উদ্ধৃত করে সুষমা স্বরাজ বলেন, ‘লা ইকরাহ ফিদদ্বীন’। অর্থাৎ ‘দ্বীনের ব্যাপারে কোনও জোর-জবরদস্তি নেই’।
তিনি বলেন, সুরা হুজুরাতে বলা হয়েছে যে ‘হে মানবজাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরে পরিচিতি হও। তোমরা একে অন্যকে ঘৃণা কর না।
এছাড়া তিনি হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ ঋগ্বেদ, শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক দেব এবং স্বামী বিবেকানন্দের উক্তি তুলে ধরেন।
সন্ত্রাসবাদ ও উগ্রপন্থার বিভিন্ন নাম ও লেবেল আছে উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসবের বিভিন্ন কারণ আছে। কিন্তু প্রতিটি ক্ষেত্রে সফলতার জন্য ধর্মকে বিকৃত এবং বিশ্বাসকে বিপথে পরিচালিত করা হয়।
তাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়া মানে কোনও ধর্মের বিরুদ্ধে লড়াই করা নয় এবং এটা হতেও পারে না বলেও উল্লেখ করেন সুষমা স্বরাজ।

এ বিভাগের অন্যান্য সংবাদ