যেকোনো সংলাপের জন্য আমি প্রস্তুত : ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে সব যুদ্ধে মিস ক্যালকুলেশন হয়েছে। কেউ ভাবেনি যে যুদ্ধ শুরু করেছি তা কোথায় যাবে।’
ইমরান আরো বলেন, ‘আমার প্রশ্ন ভারতের কাছে, যে অস্ত্র আপনাদের কাছে আর আমাদের কাছে আছে আমরা কি মিস ক্যালকুলেশন বহন করতে পারব? যুদ্ধ শুরু হলে কোথায় যাবে? না আমার নিয়ন্ত্রণে থাকবে না নরেন্দ্র মোদির নিয়ন্ত্রণে থাকবে। এ কারণে আমি আবারও আলোচনার আহ্বান জানাই।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘যেকোনো সংলাপের জন্য আমি প্রস্তুত।’
আজ বুধবার গণমাধ্যমে দেওয়া এক ভাষণে এসব কথা বলেন ইমরান খান।
ইমরান খান বলেন, ‘পুলওয়ামার পর আমি ভারতকে বলেছিলাম যেকোনো তদন্তের জন্য আমরা প্রস্তুত আছি। পুলওয়ামাতে হতাহতের ঘটনা ঘটেছে। আমি জানি কী রকম আঘাত তাঁরা পেয়েছেন। কারণ গত ১০ বছর ধরে ৭০ হাজার হতাহতের ঘটনা ঘটেছে। ১০ বছরে কতগুলো হাসপাতালে আমি গিয়েছি। বোমায় আহতদের আমি দেখেছি, পা নেই, চলতে পারে না, চোখ নেই। আমি জানি এক যারা পৃথিবী ছেড়ে চলে গেছে আর যারা আহত হয়েছে তাদের আর তাদের স্বজনদের ওপর কী হচ্ছে। এ কারণে আমি সরাসরি ভারতকে প্রস্তাব দিয়েছি যে কোনো ধরনের তদন্ত আপনারা চান, যদি পাকিস্তানের কোনো সংযোগ থাকে পাকিস্তান সহযোগিতা করতে প্রস্তুত।