Sobujbangla.com | সব মাতৃভাষা সমুন্নত রাখতে আন্তরিক সরকার: প্রধানমন্ত্রী
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

সব মাতৃভাষা সমুন্নত রাখতে আন্তরিক সরকার: প্রধানমন্ত্রী

  |  ১৬:৫৬, ফেব্রুয়ারি ২০, ২০১৯

বাংলা ভাষার পাশাপাশি অন্যান্য মাতৃভাষা সমুন্নত ও সংরক্ষণেও আন্তরিক সরকার। বুধবার বিকেলে (২০ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একুশে পদক প্রদান অনুষ্ঠানে এ কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একুশের চেতনা ধারণ করে দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১২টি ক্যাটাগরিতে ২১ বিশিষ্টজনকে দেয়া হলো একুশে পদক।
ভাষা শহীদদের স্মরণ ও একুশের চেতনাকে চিরভাস্বর করে রাখতে ১৯৭৬ সাল থেকে বিভিন্ন ক্যাটাগরিতে দেয়া হচ্ছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে এবারো ১২টি ক্যাটাগরিতে ২ জন মরণোত্তরসহ ২১ জন বিশিষ্ট ব্যক্তিকে দেয়া হলো এ সম্মাননা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মনোনীত ব্যক্তিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রী।
পরে পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী। স্মরণ করেন ভাষার জন্য জাতির সূর্য সন্তানদের মহান আত্মত্যাগ।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার গঠনের পরই রাষ্ট্রভাষার মর্যাদা পায় বাংলা। তিনি বলেন, বাংলাদেশের মানুষের যা কিছু অর্জন, তা সব সময় আওয়ামী লীগই এনে দিয়েছে। মাতৃভাষা রক্ষা করা, চর্চা করা, এই ভাষায় গবেষণা করার জন্য আমরাই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিলাম। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কফি আনান আমার আমন্ত্রণে ঢাকায় এসেছিলেন, আমরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করি।
প্রধানমন্ত্রী আরো বলেন, সব মাতৃভাষা সমুন্নত রাখতে আন্তরিক তার সরকার। তিনি বলেন, মাতৃভাষাগুলি যেন সুরক্ষিত হয় তার ব্যবস্থা আমরা নিয়েছি। সাথে আমাদের দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ভাষা, বা পৃথিবীর অন্যান্য দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষারও নমুনা সংগ্রহ করা এবং গবেষণার কাজ আমরা অব্যহত রেখেছি। আমরা অনেক সংগ্রামের মধ্য দিয়ে যা অর্জন করেছি তার সুফলটা যেন আগামী প্রজন্ম পায় সেটাই আমরা চাই।
সম্মাননা পাওয়া ব্যক্তিরা জানান, এই পদক তাদের দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে।
সংগীত শিল্পী সুবীর নন্দী বলেন, এটা আমার সংগীত জীবনের একটি পরম পাওয়া।
সাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, ৪৫ বছর পরে রাষ্ট্রের সবচেয়ে বড় স্বীকৃতিটা আমি পেলাম। এরচেয়ে বড় সম্মান একজন লেখকের জীবনে আর হতে পারে না।
অভিনেত্রী সুবর্ণা মোস্তফা বলেন, যখন রাষ্ট্র সম্মান করে তখন দায়িত্ব আরো বেড়ে যায়।
ভবিষ্যতে দেশের জন্য আরো কাজ করার আশাবাদ তাদের।

এ বিভাগের অন্যান্য সংবাদ