Sobujbangla.com | এবার যুক্তরাজ্যের ক্ষমতাসীন দলের তিন এমপির পদত্যাগ
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

এবার যুক্তরাজ্যের ক্ষমতাসীন দলের তিন এমপির পদত্যাগ

  |  ১৬:২৯, ফেব্রুয়ারি ২০, ২০১৯

যুক্তরাজ্যের লেবার পার্টি থেকে পদত্যাগ করে সোমবার দলটির সাত সংসদ সদস্য(এমপি) ‘ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ’ নামের একটি নতুন দল গঠন করেছেন। এবার কনজারভেটিভ পার্টি থেকে পদত্যাগ করে তাদের সঙ্গে যোগ দিলেন ক্ষমতাসীন দলটির তিন এমপি।
সরকার বিপজ্জনকভাবে বেক্সিট ইস্যুটি মোকাবেলা করছে এবং কনজারভেটিভ পার্টিকে আধুনিকীকরণের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে সমালোচনা করে বুধবার এই তিন মন্ত্রী পদত্যাগ করেন বলে জানিয়েছে যুক্তরাজ্য-ভিত্তিক গণমাধ্যম বিবিসি।
পদত্যাগকারী তিন এমপি হলেন অ্যানা সৌবরি, সারাহ ওলাস্টোন এবং হেইদি অ্যালেন। তারা যৌথভাবে প্রধানমন্ত্রী এবং কনজারভেটিভ পার্টির নেতা থেরেসা মে’র কাছে একটি চিঠি লিখে দলত্যাগের কথা জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন।
এক সংবাদ সম্মেলনে সৌবরি বলেন, যুদ্ধ শেষ হয়েছে এবং এতে অন্য পক্ষ জয়লাভ করেছে। গত ৪০ বছর ধরে প্রতিটি যোগ্য নেতাকে সরিয়ে কিছু ডানপন্থী, কট্টরপন্থী ইইউ-বিরোধী(ইউরোপিয়ান ইউনিয়ন) বিশৃঙ্খল মানুষ এখন কনজারভেটিভ পার্টি পরিচালনা করছে।
নিজের দল থেকে তিন এমপির পদত্যাগের বিষয়ে থেরেসা মে জানান, এই ঘটনায় তিনি মর্মাহত হয়েছেন কিন্তু তার দল সবসময় যথাযথ, মধ্যপন্থী এবং দেশের জন্য মঙ্গলজনক রাজনীতির সঙ্গে থাকবে।
লেবার পার্টির নেতা জেরেমি করবিন ব্রেক্সিট ও ইহুদিবিদ্বেষের দিকে ঝুঁকে পড়ছেন বলে অভিযোগ করে দলটি থেকে পদত্যাগের পর ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ গঠন করা এমপিরা হলেন চুকা উমুন্না, লুসিয়ানা বার্গার, ক্রিস লেজলি, অ্যাঞ্জেলা স্মিথ, মাইক গেইপস, গেভিন শুকার ও অ্যান কোফি।
ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের পক্ষ থেকে একটি টুইট বার্তায় অ্যানা সৌবরি, সারাহ ওলাস্টোন এবং হেইদি অ্যালেনকে স্বাগত জানানো হয়েছে। এখন যুক্তরাজ্যের সংসদে ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টির থেকে বেশি এবং লিবারেল ডেমোক্র্যাটস’র সমান এমপি দলটির।

এ বিভাগের অন্যান্য সংবাদ