Sobujbangla.com | এবার যুক্তরাজ্যের ক্ষমতাসীন দলের তিন এমপির পদত্যাগ
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

এবার যুক্তরাজ্যের ক্ষমতাসীন দলের তিন এমপির পদত্যাগ

  |  ১৬:২৯, ফেব্রুয়ারি ২০, ২০১৯

যুক্তরাজ্যের লেবার পার্টি থেকে পদত্যাগ করে সোমবার দলটির সাত সংসদ সদস্য(এমপি) ‘ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ’ নামের একটি নতুন দল গঠন করেছেন। এবার কনজারভেটিভ পার্টি থেকে পদত্যাগ করে তাদের সঙ্গে যোগ দিলেন ক্ষমতাসীন দলটির তিন এমপি।
সরকার বিপজ্জনকভাবে বেক্সিট ইস্যুটি মোকাবেলা করছে এবং কনজারভেটিভ পার্টিকে আধুনিকীকরণের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে সমালোচনা করে বুধবার এই তিন মন্ত্রী পদত্যাগ করেন বলে জানিয়েছে যুক্তরাজ্য-ভিত্তিক গণমাধ্যম বিবিসি।
পদত্যাগকারী তিন এমপি হলেন অ্যানা সৌবরি, সারাহ ওলাস্টোন এবং হেইদি অ্যালেন। তারা যৌথভাবে প্রধানমন্ত্রী এবং কনজারভেটিভ পার্টির নেতা থেরেসা মে’র কাছে একটি চিঠি লিখে দলত্যাগের কথা জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন।
এক সংবাদ সম্মেলনে সৌবরি বলেন, যুদ্ধ শেষ হয়েছে এবং এতে অন্য পক্ষ জয়লাভ করেছে। গত ৪০ বছর ধরে প্রতিটি যোগ্য নেতাকে সরিয়ে কিছু ডানপন্থী, কট্টরপন্থী ইইউ-বিরোধী(ইউরোপিয়ান ইউনিয়ন) বিশৃঙ্খল মানুষ এখন কনজারভেটিভ পার্টি পরিচালনা করছে।
নিজের দল থেকে তিন এমপির পদত্যাগের বিষয়ে থেরেসা মে জানান, এই ঘটনায় তিনি মর্মাহত হয়েছেন কিন্তু তার দল সবসময় যথাযথ, মধ্যপন্থী এবং দেশের জন্য মঙ্গলজনক রাজনীতির সঙ্গে থাকবে।
লেবার পার্টির নেতা জেরেমি করবিন ব্রেক্সিট ও ইহুদিবিদ্বেষের দিকে ঝুঁকে পড়ছেন বলে অভিযোগ করে দলটি থেকে পদত্যাগের পর ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ গঠন করা এমপিরা হলেন চুকা উমুন্না, লুসিয়ানা বার্গার, ক্রিস লেজলি, অ্যাঞ্জেলা স্মিথ, মাইক গেইপস, গেভিন শুকার ও অ্যান কোফি।
ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের পক্ষ থেকে একটি টুইট বার্তায় অ্যানা সৌবরি, সারাহ ওলাস্টোন এবং হেইদি অ্যালেনকে স্বাগত জানানো হয়েছে। এখন যুক্তরাজ্যের সংসদে ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টির থেকে বেশি এবং লিবারেল ডেমোক্র্যাটস’র সমান এমপি দলটির।

এ বিভাগের অন্যান্য সংবাদ