Sobujbangla.com | এমন কন্ডিশনে খেলাটা কঠিন: মিঠুন
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

এমন কন্ডিশনে খেলাটা কঠিন: মিঠুন

  |  ১৮:৫৫, ফেব্রুয়ারি ১৪, ২০১৯

নিউজিল্যান্ড সফর কখনও সুখকর ছিল না বাংলাদেশের জন্য। তারই ধারাবাহিকতায় এবারের সিরিজেও শুরু হার দিয়ে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হারতে হয়েছে ৮ উইকেটে।
প্রথম ম্যাচে এমন বড় ব্যবধানে পরাজয়কে অস্বাভাবিক ভেবে নিলে ভুলই হবে। তাদের কন্ডিশনের সঙ্গে গতি আর সুইংয়ে যে কোনও ব্যাটসম্যানই নাকাল হয় তা সবারই জানা।
এই সময়ে এসব কারণ দেখিয়ে যে পার পাওয়া যাবে না সেটি ম্যাচ শেষেই মনে করিয়ে দেন অধিনায়ক মাশরাফি। সিরিজে টিকে থাকতে হলে ক্রাইস্টচার্চে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতেই হবে।
প্রথম ওয়ানডেতে চার ব্যাটসম্যানই পার করতে পেরেছিলেন কুড়ি রানের কোটা। আসা যাওয়ার মিছিলে একমাত্র ভরসা ছিলেন মোহাম্মদ মিঠুন। তার ৯০ বলে ৬২ রানের ইনিংস বড় লজ্জা থেকে বাঁচিয়ে ছিল বাংলাদেশকে।
এই অর্ধশত রান করার পেছনে কতটা কষ্ট করতে হয়েছিল মিঠুনকে? যেখানে বাকি ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারছিল না ১৫০ কিলোমিটার গতির বলের সামনে।
কিন্তু মিঠুনের সহজ স্বীকারোক্তি, ওদের প্রায় সব বোলারই ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে ধারাবাহিকভাবে বোলিং করে। এমন গতিতে খেলে আমরা তো অভ্যস্ত না। আমাদের দেশের কন্ডিশনে ১৩০ কিলোমিটারের গতির বল খেলে অভ্যস্ত। ১৩০ থেকে হঠাৎ ১৫০ কিলোমিটার গতির বল খেলতে গেলে সমস্যা হওয়াটাই স্বাভাবিক। আমি রান পেয়েছি তার মানে আমি সহজে খেলতে পেরেছি তা নয়। যদি বলি আমার কষ্ট হয়নি তাহলে সেটা হবে মিথ্যা। এখানে রান পেতে হলে কষ্ট করাই লাগবে।
মিঠুনের প্রত্যাশা দ্রুতই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া। তা না হলে ভালো কিছু করা সম্ভব না।
‘যেখানে যে কন্ডিশনেই খেলি সেটা মানিয়ে নেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ। নইলে খারাপ করতে হবে। যেখানেই খেলি সেখানে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে ভালো খেলা।’
তবে মিঠুনের আক্ষেপ, দলের বিশেষজ্ঞ ব্যাটসম্যানরা যদি জুটি গড়তে পারতো তাহলে রান আরও বেশি হতে পারতো।
আগামী ১৬ ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চে।

এ বিভাগের অন্যান্য সংবাদ