২৮ হাজার নারীকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে: দীপু মনি
আগামী ৫ বছরে কমপক্ষে ২৮ হাজার ৭০ জন শিক্ষিত বেকার নারীকে কম্পিউটার প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে এরই মধ্যে দেশের ৬৪ জেলায় ৬ মাস মেয়াদী অফিস অ্যাপ্লিকেশন কোর্স শুরু হয়েছে বলে সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সোমবার (০৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের এক লিখিত প্রশ্নের জবাবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে এ তথ্য জানান মন্ত্রী।
দীপু মনি বলেন, জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প (৬৪ জেলা)’ এর আওতায় ময়মনসিংহসহ দেশের ৬৪ জেলা শহরে শিক্ষিত বেকার নারীদের জন্য ৬ মাস মেয়াদী কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স পরিচালিত হচ্ছে। প্রকল্পটি ৫ বছর মেয়াদী (২০১৩-২০১৮)।
তিনি বলেন, প্রতি জেলায় ২ ব্যাচে ৪৬ থেকে ৫০ জন করে বছরে ৯২ থেকে ১০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যম পাঁচ বছরে কমপক্ষে এসএসসি পাস ২৮ হাজার ৭০ জন শিক্ষিত বেকার নারীকে প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রকল্পটি কোনো উপজেলায় নেই। তবে উপজেলার যে কোনো শিক্ষিত বেকার নারীরা জেলা শহরে ওই প্রশিক্ষণের সুযোগ গ্রহণ করতে পারবেন বলেও জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 