গোলাপগঞ্জে ব্রিজের দাবিতে মানববন্ধন
গোলাপগঞ্জের শীলঘাটে বিয়ামারা নদীর ওপর ব্রিজ নির্মানের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার দুপুর ২টায় শীলঘাট গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিয়ামারা খালের উপর নির্মিত বাঁশের সাঁকোর উপর অনুষ্ঠিত মানববন্ধনে সাবেক মেম্বার নওয়াব সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ।
ছাত্রলীগ নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন আমুড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল গফফার কুটি, ইউপি সদস্য, যুবলীগ নেতা তারেক আহমদ, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মাতাব উদ্দিন।
এছাড়াও প্রবিণ মুরব্বি নওয়া আলী, আনোয়ার আলী, আছাব উদ্দিন, আব্দুর রউফ, আলা উদ্দিন, মঈন উদ্দিন, নূরুদ্দিন,আব্দুর রহিম, আব্দুল মালিক, মলিক মিয়া, আলিফ উদ্দিন, উপজেলা ছাত্রলীগ নেতা জাকির আহমদ, দিলশু আহমদ, উসমান আহমদ, সাদ্দাম আহমদ, জসিম আহমদ, আব্দুল মজিদ, সাকের আহমদ, রনি আহমদ, মুন্না আহমদ, হাফিজ নাহিদ, ইসমাইল আহমদ, আব্দুল আহাদ, রিপন আহমদ, মাহিন আহমদ, আব্দুল বাছিত, হুসেন আহমদ, জাবের আহমদ,আব্দুছ সামাদ, জাকির আহমদ, আবু ছাঈদ, সুয়েদ আহমদ সহ শীলঘাট এলাকার কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ দিন থেকে বিয়ামারা খালের উপর বাঁশের সাঁকো দিয়ে স্কুল, কলেজের শিক্ষার্থীসহ হাজার মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। একটি খালের উপর একটি ব্রীজ তৈরী হলে কয়েক হাজার মানুষের জীবনমান বদলে যাবে। বক্তারা জনস্বার্থে এই খালের উপর ব্রীজ নির্মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 