মাদকাসক্তি থেকে বাঁচতে ধর্মীয় অনুশাসন মেনে চলার বিকল্প নেই
ঢাকা-এর সহযোগি অধ্যাপক, বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডা. মো. হারুনুর রশীদ বলেছেন, মাদকাসক্তি সমাজ ও রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে। এর কারণে কোমলমতি শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। একটি আলোকিত সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে মাদকাসক্তি নির্মূল করতে হবে। সেজন্য মাদকাসক্তির ভয়াবহ পরিণতি থেকে বাঁচতে ধর্মীয় অনুশাসন মেনে চলার বিকল্প নেই।
নগরীর শিবগঞ্জের সোনারপাড়াস্থ সিলেট সেন্ট্রাল উইমেন্স কলেজে মাদকাসক্তি নিরাময় ও দূরীকরণে ছাত্রী সমাজের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ, শিক্ষাবিদ কবি আবুল কালাম খানের সভাপতিত্বে কলেজ হলরুমে বৃহস্পতিবার(৩১ জানুয়ারি) আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম. সি কলেজ সিলেট-এর ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান, কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এ কে এম ফজলুর রহমান, মাসিক অর্থ ও চিকিৎসা বার্তার সম্পাদক, সাংবাদিক খায়রুল ইসলাম চৌধুরী। রসায়ন বিভাগের প্রভাষক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভাইস প্রিন্সিপাল আহমদ জিয়া শামস। সেমিনারে কলেজের শিক্ষকম-লী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে এম. সি কলেজ সিলেট-এর ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান বলেছেন, আল্লাহ তায়ালা মদ্য পানকে নিষিদ্ধ করেছেন। মাদকাসক্তির মাধ্যমে মানুষ তার হিতাহিত জ্ঞান, বুদ্ধি হারিয়ে ফেলে। যার কারণে নানাবিধ পাপকাজে সে লিপ্ত হয়। একটি আলোকিত সমাজ গড়ে তুলতে এর থেকে বিরত থাকা উচিত। আজকের এই অনুষ্ঠান সেজন্য মাইলফলক ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ, শিক্ষাবিদ কবি আবুল কালাম খান বলেন, নৈতিক শিক্ষা অর্জনের মাধ্যমে মাদকাসক্তির ভয়াবহ কুফল থেকে শিক্ষার্থীরা বেঁচে যেতে পারে। প্রত্যেকের পরিবারে মাদকাসক্তির কুফল সম্পর্কে সচেতন করতে শিক্ষার্থীদেরকেই দায়িত্ব নিতে হবে। এর মাধ্যমে আলোকিত সমাজ গড়তে তাদের ভূমিকাও অগ্রগণ্য হবে।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 