Sobujbangla.com | কুড়িগ্রামে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দেয়া প্রতারক গ্রেফতার
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

কুড়িগ্রামে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দেয়া প্রতারক গ্রেফতার

  |  ১৪:৪০, জানুয়ারি ১৫, ২০১৯

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের পাটোয়ারীপাড়া এলাকা থেকে প্রতারণার সময় মো. সাইফুর রহমান সুমন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। সোমবার (১৪ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের পর মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজারহাট থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে প্রতারণার শিকার হওয়া কুড়িগ্রাম পৌরসভার চর কুড়িগ্রাম এলাকার অধিবাসী মৃত মহির উদ্দিনের পুত্র মোঃ আজগার আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
র‌্যাব-১৩’র ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানির কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মোতাহার হোসেন জানান, মো. আলতাব হোসেনের পুত্র মো. সাইফুর রহমান সুমন নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন। তিনি নিজ বাড়িতে বসে ভুয়া নিয়োগপত্র দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। এই প্রতারণার কাজ চালানোর সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর গোডাউন কিপার, অফিস সহকারী এবং সেকেন্ড লেফটেন্যান্টসহ বিভিন্ন পদের বেশ কিছু ভুয়া নিয়োগপত্র, নিজ নামের ডিজিএফআইয়ের বিপুল পরিমাণ ভুয়া ভিজিটিং কার্ড, পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র, দু’টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ২৩ টি সিম কার্ড ও বিপুল সংখ্যক বিভিন্ন ধরণের জাল কাগজপত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই প্রতারক স্বীকার করেছেন, তিনি ২০ জনের বেশি শিক্ষিত বেকারের কাছে ভুয়া নিয়োগপত্র দিয়ে ইতিমধ্যে কোটি টাকার মতো হাতিয়ে নিয়েছেন।
এ প্রসঙ্গে রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার মামলা দায়েরের কথা নিশ্চিত করে জানান, দুপুরের দিকে আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ