প্রধানমন্ত্রীকে ব্রুনাইয়ের সুলতান ও আফগান প্রেসিডেন্টের অভিনন্দন
লাদেশের প্রধানমন্ত্রী হওয়ায় ব্রুনাইয়ের সুলতান ও আফগানিস্তানের প্রেসিডেন্টসহ বিশ্ব নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক অভিনন্দন বার্তায় বলেন, ‘পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আপনাকে উষ্ণ অভিনন্দন বার্তা পাঠাতে পেরে আমি আনন্দিত।
তিনি আরো বলেন, ‘আমি নতুন মেয়াদে আপনার সার্বিক সাফল্য কামনা করছি এবং দুটি দেশ ও দেশের জনগণের স্বার্থে আমাদের মূল্যবোধ ও দীর্ঘদিনের সম্পর্ক আরো জোরদার করতে আমরা একসঙ্গে কাজ করতে আগ্রহী।
ব্রুনাইয়ের সুলতান প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও কল্যাণ এবং বাংলাদেশের জনগনের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।
আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ গনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো বার্তায় বলেন, ‘প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় আফগানিস্তানের জনগণ ও আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
আফগান প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সাফল্য এবং বাংলাদেশের জনগণের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।
এদিকে এস্তোনিয়ার প্রধানমন্ত্রী জুরি রাতা চতুর্থবারের মত বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এস্তোনিয়ার প্রধানমন্ত্রী তার অভিনন্দন বার্তায় দৃঢ় আস্থা প্রকাশ করে বলেছেন, ‘পারস্পরিক সমঝোতা ও শ্রদ্ধার উপর ভিত্তি করে বাংলাদেশ ও এস্তোনিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোর সাফল্যের সঙ্গে আরো বিকাশ লাভ অব্যাহত থাকবে।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 