Sobujbangla.com | আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ৩২
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ৩২

  |  ০৯:১৭, জানুয়ারি ১১, ২০১৯

???????????????????????????????????? ????????????????????? ?????????????????? ???????????? ??????
???????????????????????????????????? ????????????????????? ?????????????????? ???????????? ??????

আফগানিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির চারটি প্রদেশে নিরাপত্তা চৌকি লক্ষ্য করে তালেবান হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছে। তারা বলছে, বৃহস্পতিবার চালানো ওই হামলায় নিহত ব্যক্তিরা নিরাপত্তা বাহিনী ও সরকারপন্থী মিলিশিয়া সদস্য। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
খবরে বলা হয়েছে, আফগানিস্তানের কুন্দুজ, বাঘলান, তাকহার ও বাদঘিস প্রদেশে ওই হামলা চালানো হয়।
কুন্দুজের কালা-ই-জাল জেলার প্রধান আহমাদ ফাহিম কারলুক বলেছেন, নিরাপত্তা চৌকি লক্ষ্য করে তালেবানদের একটি বড় দল হামলা চালায়। এতে সেনা ও পুলিশসহ ১০ জন নিহত হয় এবং আহত হয় আরও ১১ জন। কারলুক বলেন, ওই হামলায় ২৫ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে।
আর প্রতিবেশী বাঘলান ও তাকহার প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে তালেবানদের হামলায় সরকারপন্থী ১৬ মিলিশিয়া সদস্য নিহত হয়েছে। তারা বলছেন, ওই হামলায় অনেক তালেবান যোদ্ধাও নিহত হয়েছে।
এমন এক সময় এই হামলার ঘটনা ঘটলো ঘটল যখন তালেবানদের সঙ্গে শান্তি আলোচনায় বসার তোড়জোড় চলছে। এরইমধ্যে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি জালমি খলিলজাদ তালেবানদের সঙ্গে তিন দফা আলোচনায় বসেছিল। তবে চতুর্থ দফার আলোচনা শুরু হওয়ার আগে তালেবানরা তা বাতিল করে দেয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ