Sobujbangla.com | তরুণদের কর্মসংস্থানে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

তরুণদের কর্মসংস্থানে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

  |  ১৪:১৬, জানুয়ারি ০৯, ২০১৯

পর্দা উঠল ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার। বুধবার (৯ জানুয়ারি) বিকেলে মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। উদ্বোধনী অনুষ্ঠানে তরুণদের কর্মসংস্থানে এগিয়ে আসতে সরকারের পাশাপাশি ব্যবসায়ীদেরও আহ্বান জানান রাষ্ট্রপতি।
দেশের মাটিতে দেশি-বিদেশি পণ্যের সবচেয়ে বড় আসর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। এগিয়ে যাওয়া বাংলাদেশের আবহে সাজানো হয়েছে এবারের মেলা। পণ্যের পসরা সাজিয়ে এরই মধ্যে রাজধানীর শের-ই-বাংলা মাঠে বসেছে ২২ দেশসহ দেশি পণ্য উৎপাদকদের প্রায় ৬শ’ স্টল।
বুধবার বিকেলে মাসব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর আগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আলোচনা পর্বে যোগ দেন রাষ্ট্রপ্রধান। উৎপাদনের পাশাপাশি পণ্যের মান ঠিক রাখার দিকে ব্যবসায়ীদের দৃষ্টি দিতে বলেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে ব্যবসা ও বাণিজ্যে টিকে থাকতে হলে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এজন্য দক্ষতা অর্জনের পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণ, নতুন বাজার সৃষ্টি ও পণ্যের বহুমুখীকরণেও মনযোগী হতে হবে।
তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে এগিয়ে আসারও আহ্বান জানান রাষ্ট্রপতি।
তিনি বলেন, প্রতিবছর হাজার হাজার তরুণ উচ্চশিক্ষা নিয়ে বের হচ্ছে। এসব মেধাবী তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা খুবই জরুরি। এজন্য সরকারের পাশাপাশি আপনাদেরও এগিয়ে আসতে হবে। ব্যবসা করা সরকারের কাজ নয়। ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সহযোগিতা করাই সরকারের কাজ।

এ বিভাগের অন্যান্য সংবাদ