Sobujbangla.com | বিজয়ের মাসে আরেকটি বিজয় চান ড. মোমেন
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

বিজয়ের মাসে আরেকটি বিজয় চান ড. মোমেন

  |  ১২:২৫, ডিসেম্বর ২৫, ২০১৮

সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. একে আব্দুল মোমেন।
মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর রংমহল পয়েন্ট থেকে শুরু করে বন্দরবাজার, মহাজন পট্টি, কালিঘাট, লালদিঘীরপাড়সহ আশপাশ এলাকায় গণসংযোগকালে সংক্ষিপ্ত পথসভায় তিনি একথা জানান।
এসময় তিনি বলেন, গত ১০ বছরে আওয়ামী লীগ প্রমাণ করেছে এই দেশকে কেবল তারাই বদলাতে পারে। কারণ এই দলের নেতৃত্ব দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে এই এদেশের মানুষ এ সংগ্রামে মিলিত হয়েছে। এ দেশের জন্য বঙ্গবন্ধুর পুরো পরিবার প্রাণ দিয়েছেন। ভাগ্যক্রমে দেশের বাইরে থাকায় বেঁচে যান এই দেশকে বদলানোর কারিগর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।
একটা প্রবাদ আছে উল্লেখ করে তিনি বলেন, রাখে আল্লাহ মারে কে! আল্লাহ শেখ হাসিনার হাতে এ দেশের উন্নয়ন-অগ্রগতির কল্যাণ নিহিত রেখেছিলেন। তাই বাংলাদেশ আজ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার দিকে অনেকদূর অগ্রসরমান। এই অগ্রযাত্রায় দেশকে ভালোবেসে সবাইকে শরিক হতে হবে। বঙ্গ কন্যা শেখ হাসিনা আরো একবার ক্ষমতায় এলে পুরোপুরি বদলে যাবে এদেশ। আমরা উন্নত দেশের সাথে উন্নত জীবন পাবো। এই সুযোগ আমরা মিস করলে আবার পিছিয়ে যাবো। এমন ভুল এ দেশের মানুষ নিশ্চয়ই করবে না। বিজয়ের মাসে আরেকটি বিজয় এনে দিতে তিনি আগামী ৩০ ডিসেম্বর বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানান।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ফয়জুল আনোয়ার আলোয়ার, বিজিত চৌধুরী, রণজিৎ সরকার, তপন মিত্র, জুবের খান, আরমান আহমদ শিপলু, মুশফিক জায়গীরদার, আব্দুল বাছিত রুম্মান প্রমুখ।
এর আগে তিনি লাক্কাতুরা ও সিলেট নগরীর নয়াসড়কস্থ প্রেস ব্রিটারিয়ান চার্চ এ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের অনুষ্ঠানে যোগদান করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ