সরকারের উন্নয়নের দ্যুতি ছড়াচ্ছেন তারকারা
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী মাঠে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন বিনোদন জগতের এক ঝাঁক তারকা। গত ১০ বছরে সরকারের নানা অর্জন নিয়ে ভোটারদের সামনে তুলে ধরে আবারও নৌকা প্রতীকে ভোট দিতে অনুরোধ জানান তারা।
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহে তারকারা একটি নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। গত এক সপ্তাহে চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ, শাকিল খান, মাহফুজ, জয়, সাইমন, চিত্রনায়িকা অরুনা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, অভিনেত্রী রোকেয়া প্রাচী, তানভিন সুইটি, তারিনসহ এক ঝাঁক তারকা কুমিল্লা, ফেনি, চট্টগ্রামের বেশ কয়েকটি নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন।
তারা দেশের চলমান উন্নয়ন ধরে রাখতে নৌকা প্রতীকে ভোট দিতে ভোটারদের প্রতি অনুরোধ জানান। এ তারকাদের দেখতে সমাবেশগুলোতে বিপুল মানুষের ঢল নামে। রুপালি পর্দার তারকাদের চোখের সামনে দেখা ও সেলফি তুলতে ভীড় জমান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
আজ বিকেল ৩টায় ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামী লীগের প্রার্থী নাজিম উদ্দিন আহমেদকে ভোট দিতে এক প্রচার সমাবেশে অংশ নেবেন বেশ কয়েকজন তারকা। এদের মধ্যে আছেন, শাকিল খান, সাইমন, তারিন, অরুনা বিশ্বাস, রোকেয়া প্রাচী, আহমেদ রুবেল, মাজনুন মিজান, আসিফ প্রমুখ।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 