সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মানুষ এখন নৌকার পক্ষে ঐক্যবদ্ধ: শেখ তন্ময়।
বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ তন্ময় বলেছেন,‘এ প্রজন্মের মানুষ যুদ্ধ আর সহিংসতা চায় না। তারা স্বচ্ছতা-পরিচ্ছন্নতা এবং সততা নিয়ে দেশ গড়তে চায়। বিএনপির লুটপাট, সন্ত্রাস ও জ্বালাও পোড়াও রাজনীতিতে বিশ্বাসী। তাই মানুষ তাদের আর বিশ্বাস করে না। এই অঞ্চলের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে।
বাগেরহাট সদর উপজেলার দেপাড়া বেলায়েত হোসেন ডিগ্রী কলেজ মাঠে নৌকা প্রতিকের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় বঙ্গবন্ধুর দৌহিত্র শেখ তন্ময় এ সব কথা বলেন।
তিনি বলেন, সুন্দর দেশ গড়তে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। আমরা এমন রাষ্ট্র গড়তে চাই যা অন্যদের কাছে অনুকরণীয় হবে। এলাকার মানুষের কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসা সেবার আরও উন্নয়ন করতে আমি আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। নৌকা প্রতীকে ভোট দিয়ে আপনারা আমাকে সেই সুযোগ করে দিন।
স্থানীয় গোটাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন, মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আসিয়া বেগম, আওয়ামী লীগ নেত্রী ফরিদা আক্তার বানু লুসী, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.শরিফা খানম, জেলা আওয়ামী লীগ নেতা মো. ফিরোজুল ইসলাম, জেলা তাঁতী লীগের আহবায়ক আব্দুল বাকী তালুকদারসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 