Sobujbangla.com | বাসদের নির্বাচনী ইশতেহার ঘোষণা
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

বাসদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

  |  ১৭:৫১, ডিসেম্বর ২২, ২০১৮

বাসদের নির্বাচনী ইশতেহার ঘোষণা
সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রতীক ‘মই’ও ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।
শনিবার (২২ ডিসেম্বর) সেগুন বাগিচাস্থ স্বাধীনতা হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন বাসদ সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান।
ইশতেহারে- রাজনৈতিক, গণতন্ত্র-সুশাসন, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, স্বশাসিত স্থানীয় সরকার প্রতিষ্ঠা, অসম্পূর্ণতা দূর করে ’৭২ এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, বিশেষ ক্ষমতা আইনসহ সব কালাকানুন ও ৭০ অনুচ্ছেদ বাতিল, সাংবিধানিক সব পদে নিয়োগের ক্ষেত্রে মানদণ্ড নির্ধারণ করে সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগ এবং স্বাধীনভাবে পরিচালনার ঘোষণা দেয়া হয়।
ইশতেহারে রিমান্ড বা পুলিশ হেফাজতে শারীরিক-মানসিক নির্যাতন বন্ধ, বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন বন্ধ, অতীতের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার, দুর্নীতি বন্ধ, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ বাজেয়াপ্ত, বিদেশে পাচারকৃত টাকা ফেরৎ, বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা ৫৯ থেকে কমিয়ে আনা, সংখ্যানুপাতিক নির্বাচনসহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার, না ভোটের বিধান চালু, প্রতিনিধি প্রত্যাহারের বিধান চালু, সংসদ সদস্যদের ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি বন্ধ, সর্বজনীন শিক্ষা চালু, শিক্ষাখাতে জিডিপির ছয় শতাংশ বরাদ্দ, ডাকসুসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন, পিইসি ও জেএসসি বাতিল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অভিন্ন টিউশন ফি নির্ধারণ, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত, জিডিপির পাঁচ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ, উন্নয়ন বরাদ্দের ৪০ শতাংশ কৃষিতে বরাদ্দ, কৃষি খাতে ভর্তুকি বাড়ানো ঘোষণা দেয়া হয়।
ইশতেহার ঘোষণায় খালেকুজ্জামান বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩০ ডিসেম্বর। বাম গণতান্ত্রিক জোট ১৩১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এরমধ্যে আমারা ৪৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি।
এ সময় উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, ঢাকা-৭ আসনের প্রার্থী খালেকুজ্জামান লিপন, ঢাকা-৮ আসনের প্রার্থী শম্পা বসু, ঢাকা-১৭ আসনের প্রার্থী এস. এম. আহসান হাবিব বুলবুল, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী আবু নাঈম খান বিপ্লব প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ