Sobujbangla.com | মাহবুব তালুকদারের মন্তব্য সত্য নয়: সিইসি।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

মাহবুব তালুকদারের মন্তব্য সত্য নয়: সিইসি।

  |  ১৯:৩২, ডিসেম্বর ১৮, ২০১৮

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, দেশে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড অবশ্যই আছে। নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার যে মন্তব্য করেছেন, তা সত্য নয় বলে দাবি করেছেন সিইসি। রাঙ্গামাটিতে মঙ্গলবার (১৮ ডিসেম্বর) এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিন পার্বত্য জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ সভার আয়োজন করা হয়।
গতকাল সোমবার (১৭ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার বলেছিলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। আমি মনে করি সেনাবাহিনী নামলে পরিস্থিতি পাল্টাবে।
সিইসি বলেন, একাদশ সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই, যারা এমন অভিযোগ করছেন তা ভিত্তিহীন। সবাই সুষ্ঠুভাবে নির্বাচনী প্রচার চালাতে পারছেন। এতে বোঝা যাচ্ছে, নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রয়েছে।
সিইসি বলেন, ভোটের দিন তিন পার্বত্য জেলার প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন থাকবে। এ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আমরা অঙ্গীকারবদ্ধ।
সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুকসহ তিন পার্বত্য জেলার সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ