ইসি স্বাধীন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কাজ তাদের : হানিফ
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংসদ মাহবুব-উল আলম হানিফ।
হানিফ বলেছেন, নির্বাচন কমিশন স্বাধীন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কাজ তাদের। যদি কোথাও কোনো ঘাটতি থাকে তবে তিনি (মাহবুব তালুকদার) ব্যবস্থা নেবেন, ব্যবস্থা নিচ্ছেন না কেনো? এই পদে থেকে তাঁর এ ধরনের কথা বলা যৌক্তিক নয়। স্বাধীন হওয়া সত্ত্বেও তারা যদি সঠিক পদক্ষেপ না নিতে পারেন তবে সেটি উনার ব্যর্থতা, এখানে আওয়ামী লীগের কিছু করার নেই।
মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নে গণসংযোগকালে সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মাহবুব-উল আলম হানিফ বলেন, বিএনপি নির্বাচনী ইশতেহারে বলেছে, ক্ষমতায় গেলে প্রতিশোধমূলক আচরণ করবে না। তার মানে এর আগে তারা প্রতিশোধমূলক রাজনীতি করেছে। ২০০১ সালে তারা আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল।
হানিফ বলেন, মির্জা ফখরুলদের নেতা তারেক রহমান, সে শুধু দেশে নয় বিদেশেও সন্ত্রাসী হিসেবে দন্ডিত। এরকম একজন সন্ত্রাসী দুর্নীতিবাজ যে দলের নেতা হয় সেই দলের প্রতি মানুষের আস্থা থাকতে পারে না।
গতকাল সোমবার চারজন সাংবাদিকের লিখিত প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছুই নেই, লেভেল প্লেয়িং ফিল্ড শব্দটি এখন একটি প্রহসনে পর্যবসিত হয়েছে।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 