১৪ প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।
পর পর দুই মেয়াদের বেশি একজন প্রধানমন্ত্রী থাকতে না পারা, যুদ্ধাপরাধীদের বিচারকাজ চলমান রাখা ও সশস্র বাহিনী এবং পুলিশ ছাড়া সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সসীমা না থাকাসহ ১৪ প্রতিশ্রুতি দিয়ে ৩৫ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।
সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে ইশতেহার ঘোষণাকালে ড. কামাল হোসেন বলেন সুষ্ঠ নির্বাচন না হলে দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।
সর্বদলীয় কমিশন গঠন করে বিগত ১০ বছরের হাজার হাজার মামলা, গুম , খুন, মামলার ঘুষ বাণিজ্য ও বিচার বর্হিভুত হত্যার সত্যানুসন্ধান করে বিভেদ নিরসনের কথা বলা হয়েছে ইশতিহারে।
নাগরিকদের জীবনের নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট বাতিল ও সাদা পোষাকে গ্রেফতার বন্ধ করা হবে।
এছাড়া মিথ্যা মামলায় সহায়তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা ও ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেয়া হবে বলেও ঘোষণা রয়েছে।
মামলা জট কমাতে উচ্চ আদালতের বাৎসরিক ছুটি ৬ সপ্তাহে সীমিত করা, যুদ্ধাপরধীদের বিচার চলমান রাখা এবং সংখ্যা লঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠার কথাও উল্লেখ রয়েছে।
ক্ষমতার ভারসাম্য আনতে সংসদে উচ্চ কক্ষ সৃষ্টি, বিরোধী দলের মধ্য থেকে ডেপুটি স্পিকার, নির্বাচনে সরাসরি ২০ ভাগ নারী প্রার্থী করার বাধ্যকতা, ৭০ অনুচ্ছেদের পরিবর্তন, টানা দুই মেয়াদের বেশি কোন ব্যক্তি প্রধানমন্ত্রী না থাকা, ন্যায়পাল নিয়োগের প্রতিশ্রতি রয়েছে।
দুর্নীতিবাজ সরকারী কর্মকর্তাদের গ্রেফতারের অনুমতি নেয়ার বিধান বাতিল। শেয়ার বাজার ও ব্যাংকিং সেক্টরে লুটে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ, অর্থ পাচার রোধ, দুদককে স্বাধীনভাবে কাজ করাসহ সুশাসন প্রতিষ্ঠায় বিভিন্ন পদক্ষেপ নেয়ার ঘোষণা রয়েছে।
পুলিশ ও সামরিক বাহিনী ছাড়া সরকারী চুকুরীতে বয়সসীমা উঠিয়ে দেয়া, অনগ্রসর জনগোষ্ঠি এবং প্রতিবন্ধী ছাড়া কোটা উঠিয়ে দেয়া, কর্মসংস্থান নিশ্চিত করা, শিক্ষিত বেকারের জন্য ভাতা, মোবাইল ইন্টারনেট খরচ অর্ধেক করা এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত পরীক্ষা চালু করার কথা বলা হয়েছে।
এ ছাড়া স্বাস্থ্য খাতে শৃঙ্খলা নিশ্চিত করা, ঔষধ ও পরীক্ষা নিরীক্ষার খরচ কমিয়ে আনা, ভেজাল মুক্ত খাবার, সবার জন্য স্বাস্থ্য কার্ড চালুর ঘোষণা রয়েছে ইশতিহারে।
গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম বেতন ১২ হাজার, পূর্ণবাসন ছাড়া বস্থি ও হকার উচ্ছেদ না করা, মাসে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীর দাম না বাড়ানোর ঘোষণাও রয়েছে।
এ ছাড়া, নিরাপদ সড়ক নিশ্চিত করা, প্রতিরক্ষা ও পুলিশের জন্য কল্যাণমূলক পদক্ষেপ, পররাষ্ট্র নীতি, প্রবাসীদের কল্যাণসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের পদক্ষেপ নেয়ার ঘোষণা রয়েছে।
ইশতিহারকে বৈপলবিক বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সুষ্ঠু নির্বাচন না হলে দেশের জন্য কল্যাণ বয়ে আসবে না বলেও মন্তব্য করেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 