বিএনপির ভাঙা হাট জমছে না : কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জনবিচ্ছিন্ন দলছুট নেতারা যতই বিএনপির সঙ্গে হাত মেলাচ্ছে ততই বিএনপি আরো জনসমর্থন হারিয়ে ফেলছে। নেতায় নেতায় ঐক্য হচ্ছে, বিএনপির ভাঙা হাট জমছে না।’
আজ মঙ্গলবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। নিজ সংসদীয় এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের মনোনয়ন জমা দিয়েছেন তিনি।
কোম্পানীগঞ্জে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘সিইসির পদত্যাগ যারা নির্বাচনের এক মাস আগে দাবি করে তাদের উদ্দেশ্য পরিষ্কার। নির্বাচন চাইলে এ মুহূর্তে সিইসির পদত্যাগ তারা চাইত না। এ মুহূর্তে সিইসির পদত্যাগ চাওয়ার উদ্দেশ্য হচ্ছে তারা নির্বাচন চায় না, নির্বাচন বানচাল করতে চায়।
ওবায়দুল কাদের বলেন, ‘হাজার হাজার লোক এখানে। সমাবেশ ছিল না। আমি সবাইকে বাইরে রেখেছি। আমি চাইনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করতে। আমার গাড়ির দিকে তাকিয়ে দেখুন। পতাকা নেই। যে গাড়িটি আমি এনেছি, তা সরকারি নয়। আমার ব্যক্তিগত গাড়ি।’
সেতুমন্ত্রী বলেন, ‘আমি যে পতাকা ছাড়া আসছি, এটাই তো লেভেল প্লেয়িং ফিল্ড। আমি সরকারি গাড়ি নিয়ে আসিনি, এটাই তো লেভেল প্লেয়িং ফিল্ড।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 