Sobujbangla.com | ইতিহাস-সেরা র‍্যাংকিংয়ের হাতছানি বাংলাদেশের সামনে
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

ইতিহাস-সেরা র‍্যাংকিংয়ের হাতছানি বাংলাদেশের সামনে

  |  ১৩:০৩, ফেব্রুয়ারি ০৭, ২০১৮

সীমিত ওভারের ক্রিকেটে সাফল্যটা বেশ ভালো হলেও সাদা পোশাকের ক্রিকেটে এখনো কিছুটা পিছিয়েই আছে বাংলাদেশ। অবশ্য সম্প্রতি ক্রিকেটের কুলীন ফরম্যাটে নিজেদের অবস্থান যথেষ্টই মজবুত করছেন মুশফিক-তামিমরা। সেই ধারাবাহিকতায় এবার সুযোগ এসেছে র‍্যাংকিংয়ে এগিয়ে যাওয়ার।

গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশের সামনে ছিল টেস্ট ইতিহাসে নিজেদের সেরা অবস্থানে যাওয়ার। অবশ্য সে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে মুশফিক বাহিনী র‍্যাংকিংয়ের নবম স্থানে রয়ে গিয়েছিল। অবশ্য ঢাকা টেস্ট মাঠে গড়ানোর ঠিক আগে মাহমুদউল্লাহর দলকে ফের হাতছানি দিচ্ছে র‍্যাংকিংয়ের অষ্টম স্থান ওঠার।

আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে ফল ড্র বা জয় হলেই ওয়েস্ট ইন্ডিজ দলকে টপকে বাংলাদেশ উঠে যাবে অষ্টম স্থানে।
দুই দলের বর্তমান রেটিং পয়েন্ট সংখ্যা সমান, ৭২। জিতলে বাংলাদেশ দলের নামের পাশে যোগ হবে ৬ পয়েন্ট আর রেটিং বেড়ে হবে ৭৮। আর যদি ম্যাচ শেষ হয় সমতায়, তাহলেও টাইগাররা পাবে ২ পয়েন্ট, মোট রেটিং পয়েন্ট হবে ৭৪। তাই দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশ যদি না হারে, নিশ্চিত ইতিহাস-সেরা র‍্যাংকিংয়ে জায়গা করে নিতে পারে বাংলাদেশ।

ঢাকা টেস্ট জিতলে সেরা র‍্যাংকিংয়ের পাশাপাশি বাংলাদেশ জিতে যাবে টেস্ট সিরিজটাও। মিরপুরে যদি ফল হয় ড্র, তবে সিরিজটাও শেষ হবে সমতাতেই। হোম অব ক্রিকেট শেরেবাংলায় আগামীকাল বাংলাদেশ সিরিজের শেষ টেস্টে মাঠে নামছে অনেক প্রাপ্তির হাতিছানিকে সামনে রেখেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ