Sobujbangla.com | ওয়ানডেতে ব্যাটিং-বোলিং দুই বিভাগের চরম ব্যর্থতায় ২০০ রানে হেরেছে মাশরাফি বাহিনী।
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

ওয়ানডেতে ব্যাটিং-বোলিং দুই বিভাগের চরম ব্যর্থতায় ২০০ রানে হেরেছে মাশরাফি বাহিনী।

  |  ১৫:৩৩, অক্টোবর ২২, ২০১৭

টেস্টের পর ওয়ানডে সিরিজেও হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ। সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে ব্যাটিং-বোলিং দুই বিভাগের চরম ব্যর্থতায় ২০০ রানে হেরেছে মাশরাফি বাহিনী।

হোয়াইট ওয়াশ এড়াতে নিজেদের ইতিহাসে রান তাড়ার রেকর্ড গড়তে হতো মুশফিক-সাকিবদের। মূলত দক্ষিণ আফ্রিকা ৩৭০ রানের লক্ষ্য দেয়ার পরই একরকম নিশ্চিত হয়ে গিয়েছিলো বাংলাদেশের ভাগ্য। তবে ব্যাটিংয়ের এমন ছন্নছাড়া প্রদর্শনী হয়তো কেউই আশা করেননি। ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের সঙ্গে সিরিজটা যে একেবারেই বেমানন সেটা আর বলার অপেক্ষা রাখে না।

প্রোটিয়াদের রান পাহাড়ের সামনে ইনিংসের শুরুতেই তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে টাইগারদের ব্যাটিং দুর্গ। ৭ জন ব্যাটসম্যানই দুই অঙ্ক ছুঁতে পারেননি।

‘মৃত্যুর মিছিল’র শুরুটা হয়েছিলো ইনিংসের দ্বিতীয় ওভারেই। দলীয় ৩ রানের সময় ওপেনার ইমরুল কায়েসকে (১) ফেরান ডিন পেটারসন। এক ওভার পরেই আবারো আঘাত হানেন পেটারসন। এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন লিটন দাসকে (৬)। তামিমের জায়গায় সুযোগ পেয়ে হতাশ করেছেন সৌম্য সরকার। দলীয় ২০ রানে রাবাদার বলে মার্করামের হাতে ক্যাচ দেন সৌম্য (৮)। ৫১ রানের সময় পূর্বসূরীদের অনুসরণ করেন মুশফিক (৮)। এরপর মাহমুদুল্লাহকেস (২) হারিয়ে ম্যাচ থেকে একেবারেই ছিটকে যায় বাংলাদেশ।

সাব্বিরের সঙ্গে ৬১ রানের জুটি গড়েন সাকিব। ক্যারিয়ারের ৩৬তম অর্ধশতক তুলে নিয়ে সাবিক ফেরেন ৬৩ রানে। পরের ওভারে মার্করামের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন সাব্বির (৩৯)। পেটারসনের তৃতীয় শিকারে পরিণত হওয়ার আগে মাশরাফি করেন ১৭ রান। শেষ পর্যন্ত ৪০ ওভারে ১৬৯ রানে অলআউট হয় টাইগাররা।

এরআগে ইস্ট লন্ডনের বাফেলো পার্কে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠান প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি। দুই ওপেনার কুইন্টন ডি কক এবং টিমবা বাভুমা দারুণ শুরু এনে দেন। তাদের ১১৯ রানের জুটি ভাঙেন মেহেদী মিরাজ। লিটন দাসের হাতে ক্যাচ দেয়ার আগে বাভুমা করেন ৪৮ রান। এরপর ৭৩ রান করা ডি কককে কট এন্ড বোল্ড করেন মিরাজ। তবে মার্করামের সঙ্গে ১৫১ রানের জুটি গড়ে বাংলাদেশকে চাপে ফেলে দেন ডু প্লেসি। ক্যারিয়ারের নবম সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে থাকতে আহত হয়ে মাঠ ছাড়েন প্রোটিয়া অধিনায়ক। মার্মরাম আউট হন ৬৬ রানে। চল্লিশ ওভারের পর দ্রুত তিনটি উইকেট নিয়ে ক্ষণিকের জন্য স্বস্তি পেয়েছিলো বাংলাদেশ। তবে শেষ দিকে রাবাদা আর ফারহান বেহারদিনের ঝড়ে ৩৬৯ রানে থামে স্বাগতিকদের ইনিংস।

এ বিভাগের অন্যান্য সংবাদ