পণ্যের কৃত্রিম সংকট নিয়ে ব্যবসায়ীদের করা সতর্ক করলো এফবিসিসিআই,।
                        
                    রমজান মাসে নিত্য পণ্যের যেন কৃত্রিম সংকট সৃষ্টি না হয়, সেজন্য সব ব্যবসায়ী সমিতিকে সর্তক করেছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বুধবার রাজধানীর ফেডারেশন ভবনে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান সংগঠনের সভাপতি মাহবুবুল আলম। সভায় অসাধু ব্যবসায়ীদের প্রতি কঠোর হওয়ার কথাও জানান তিনি।,
প্রতি বছর রোজা আসলেই অস্থির হয়ে উঠে তেল, চিনি, মাংসসহ বেশির ভাগ ভোগ্যপণ্যের বাজার। সরকারি সংস্থার নানা আশ্বাসেও নাগালে আসে না পণ্যের দাম। তাই, রমজানের আগে নিত্যপণ্যের সরবরাহ, মজুদ ও দাম নিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসে এফবিসিসিআই।,
সভায় পণ্য পরিবহনে চাঁদাবাজিতে দাম বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেন পাইকারি ব্যবসায়ীরা। রোজায় বাজার নিয়ন্ত্রণে মাংস আমদানিতে জোর দেওয়ার তাগিদ তাদের। পাশাপাশি মিল থেকে তেল, চিনির সরবরাহ স্বাভাবিক রাখতে এফবিসিসিআইয়ের সহযোগিতা চান তারা। তবে মিলারদের দাবি, রোজায় ভোগ্যপণ্যের কোন সংকট হবে না।,
সভায় অংশ নেওয়া এক ব্যবসায়ী বলেন, ‘যদি এলসি ওপেন করে দিতে পারেন। আমাদের অবকাঠামো আছে। আমাদের ফ্রিজার আছে। সারা পৃথিবীতে ফ্রোজেন হালাল মাংস বিক্রি হয়। আমাদের এখানে দুষ্টামি করে শুধুমাত্র কিছু লোকের স্বার্থ উদ্ধারের জন্য মাংসের খাতটা তারা আটকিয়ে রেখেছেন।’,
দেশের অন্যতম বড় ব্যবসায়ী গ্রুপ সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা বলেন, ‘মন্ত্রণালয় আমাদের যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবেই আমরা সমস্ত কাজগুলো করব। বাজারে যথেষ্ট চিনি তেল মজুত আছে। আমরা আশা করছি, সুন্দরভাবে রমজান পালন করতে পারব আমরা, যদি দেশে ব্যাপক কোনো সমস্যা তৈরি না হয়।’ 
বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকারের পাশাপাশি নিজেদের দায়িত্বের কথা মনে করিয়ে দেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম । তবে কেউ কারসাজি করলে কোন ছাড় দেয়া হবে না বলেও হুসিয়ার করেন তিনি। পাশাপাশি চাঁদাবাজি রোধে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার আশ্বাস দেন এফবিসিসিআই সভাপতি।,
মাহবুবুল আলম বলেন, ‘আপনারা যদি আপানাদের মার্কেটগুলোকে ঠিক রাখেন। কোন মার্কেটে কোন দোকানদার ক্রাইসিসটা তৈরি করছে, এটা আপনি জানেন। মার্কেটের সেক্রেটারি হিসেবে আপনার দায়িত্ব বেশি। আমি মনে করি যে, আপনারা যদি স্ট্রিক থাকেন তাহলে কিন্তু কোনো মার্কেটে কৃত্রিম সংকট তৈরি করতে পারবে না।
এসময়, রমজান উপলক্ষে খোলাবাজারে ন্যায্যমূল্যে মাংস ও ডিম বিক্রি করা হবে বলেও জানান প্রাণীসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা।, 

 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। 
 আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। 
 তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। 
 জাতীয়  নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। 
 বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। 
 শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, 
 বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। 
 ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। 
 জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 