নব নির্বাচিত চেয়ারম্যান কে জানান ফুলের সম্বর্ধনা।

বিজয়ের সংবর্ধনা, ১০ হাজীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আওয়ামীলীগ ওয়ার্ড সভাপতি জনাব উস্তার আলী সাহেবের সভাপ্রতিতে দক্ষিণ কেওলাকান্দি গ্রামবাসীর পক্ষ থেকে কাজী সজিব আহমদ তালুকদারের নেতৃত্বে জনাব জাহাঙ্গীর মিয়া ও নূরুল মিয়ার সহযোগিতা নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মাওঃ ওয়াদুদ বক্স মহোদয় কে বিজয়ী সংবর্ধনা দেওয়া হয় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বিয়ানগণ ও সমাজসেবী এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ আওয়ামী লীগ নেতা ফজির মিয়া, আব্দুর রশিদ, নাজিম উদ্দীন, সালাম মিয়া, মুজিব তালুকদার, কণা`ল মিয়া, নজর মিয়া, সামাদ আলী,সবুর মিয়া, আজমল, মকবুল আলী তালুকদার প্রামুখঃ কেওলাকান্দি গ্রামবাসী ও মানবাধিকার কর্মী সিলেট জেলার সাধারণ সম্পাদক কাজী সজিব আহমেদ তালুকদার নবনির্বাচিত চেয়ারম্যান মহোদয় কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে ক্যাস্ট দিয়ে সংবর্ধনা করেন ও নৌকা দিয়ে কারুকার্য করে একটি কাঁটের চেয়ার উপহার দেন।