Sobujbangla.com | সুনামগঞ্জ থেকে ময়মনসিংহে রেল যাবে : পরিকল্পনামন্ত্রী।
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

সুনামগঞ্জ থেকে ময়মনসিংহে রেল যাবে : পরিকল্পনামন্ত্রী।

  |  ২০:৩৬, ডিসেম্বর ১০, ২০২১

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, স্বাধীনতা বিরোধী শক্তির সাথে কোন আপস নেই। অন্যকিছুতে সামান্য ছাড় দিলেও এখানে ছাড় নেই। এদেশ দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে। আমরা এখন স্বাধীন জাতি। কাজেই এদেশকে যারা ছোট করতে চায়, দেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে, তাদের বেলায় কোন ছাড় নেই। এখন আমরা ঘুরে দাঁড়িয়েছি। এই সরকারের বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে দেশ। আমাদের প্রধানমন্ত্রী অত্যান্ত উদার। উনার কাছে কোন আবদার নিয়ে গেল ফিরত আসতে হয় না। তিনি চান সবাইকে নিয়ে এগিয়ে যেতে। শেখ হাসিনার হাত ধরে সুনামগঞ্জে এখন উন্নয়নের জোয়ার বইছে। যেদিকেই তাকানো যায় শুধু উন্নয়ন আর উন্নয়ন। এটুকুতেই শেষ নয়, আরও উন্নয়ন হবে, সুনামগঞ্জে মেডিকেল হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের কাজও শুরু হবে। উড়াল সড়ক হবে। সুনামগঞ্জ থেকে ময়মনসিংহে রেল যাবেই যাবে। শুক্রবার দুপুর ২টায় শান্তিগঞ্জস্ত এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রটি সংস্থার প্র‍য়াত নির্বাহী পরিচালক যেহীন আহমদের নামে নামকরণ ‘যেহীন আহমদ একাডেমি ফর হিউম্যান ডেভেলপমেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। তিনি আরও বলেন, এফআইভিডিবির অনেক সুনাম আছে। তারা দেশের মানুষের কল্যাণে কাজ করছে। তাদেরকে আরও কাজ করতে হবে, নিত্য নতুন ক্ষেত্র খুঁজে বের করতে হবে, যাতে পিছিয়ে পড়া মানুষের উপকার হয়। এফআইভিডিবির প্রয়াত নির্বাহী পরিচালক যেহীন আহমদকে স্মরণ করে মন্ত্রী বলন, যেহীন আর এফআইভিডিবি মিলেমিশে একাকার। কোনটা প্রতিষ্ঠান আর কোনটা যেহীন বুঝা দায়। এফআইভিডিবির নাম নিলেই যেহীনের নাম নিতেই হবে। আমি তার আত্মার শান্তি কামনা করি। তার কাজ তাকে আজীবন মানুষের মাঝে বাঁচিয়ে রাখবে। এফআইভিডিবির ইডি বজলে মুস্তফা রাজীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নির্বাহী পরিষদের সদস্য মুশতাকুর রাজা চৌধুরী, অ্যাডভোকেট এমদাদুল্লাহ শহীদুল ইসলাম চৌধুরী, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন। এসময় এসিল্যান্ড সকিনা আক্তার, ওসি কাজী মোক্তাদির হোসেন, জেলা প্রকৌশলী (এলজিইডি ) মাহবুব আলম, জয়কলস ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শান্তিগঞ্জ ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম, সহ-সভাপতি দিলন আহমদ, নিতাই দাস, সাধারণ সম্পাদক নাইম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল দাস ও তুফায়েল আহমদসহ এফআইভিডিবির বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ