Sobujbangla.com | বাসভাড়া বৃদ্ধি অমানবিক: ১৪ দল।
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

বাসভাড়া বৃদ্ধি অমানবিক: ১৪ দল।

  |  ১৯:০৬, নভেম্বর ০৯, ২০২১

প্রায় দেড় বছর পর মঙ্গলবার (৯ নভেম্বর) সমসাময়িক রাজনীতি নিয়ে ১৪ দল আনুষ্ঠানিক বৈঠক করে সমন্বয়ক আমির হোসেন আমুর বাসভবনে। এসময় বাস ভাড়া বৃদ্ধি অমানবিক বলে মন্তব্য করেছেন ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু। একই সঙ্গে বাস ভাড়া পুনর্নির্ধারণ করা উচিৎ বলেও জানান, তিনি। এছাড়া ডিজেলের দাম নিয়ে অসন্তোষ জানিয়ে ১৪ দলের নেতারা বলেন, একবারে লিটারে ১৫ টাকা বাড়ানো ঠিক হয়নি। জ্বালানির দাম বৃদ্ধি, বাস ভাড়া বাড়ানো ও স্থানীয় নির্বাচনে সহিংসতা নিয়ে অসন্তোষ জানান ১৪ দলের নেতারাও। এতে আলোচনায় সাম্প্রতিককালে দেশের নানা ঘটনা উঠে আসে। সমাধানে প্রস্তাবনাও দেওয়া হয়। বৈঠক শেষে জাসদের হাছানুল হক ইনু বলেন, নিত্যপ্রয়োজনীয় দব্যমূল্য বৃদ্ধির যে পাগলামী চলছে, তা কারসাজি এবং চক্রান্ত। তাই এটি বন্ধে প্রশাসনের সর্বাত্বক ভূমিকা রাখা দরকার। আর রাশেদ খান মেনন বলেন, গত ৩ বছরে ৪০ হাজার কোটি টাকা লাভ করেছে, যখন মূল্য কম ছিল। এক লাফে জ্বালানি তেলের দাম এত বৃদ্ধির প্রভাব কৃষক ও শিল্পের উপর পড়বে। আগামী দিনগুলোতে এমন সিদ্ধান্ত নেয়ার আগে সব পক্ষের স্বার্থ রক্ষার দাবিও ১৪ দলের।

এ বিভাগের অন্যান্য সংবাদ