Sobujbangla.com | শ্রীলঙ্কা সফরে আজ নতুন মিশনে নামছে বাংলাদেশ।
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

শ্রীলঙ্কা সফরে আজ নতুন মিশনে নামছে বাংলাদেশ।

  |  ০৬:৫৭, মার্চ ২৫, ২০১৭

নেই।শ্রীলঙ্কা সফরে আজ নতুন মিশনে নামছে বাংলাদেশ। এবার শুরু ওয়ানডের লড়াই। ২০১৯ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে, র‍্যাঙ্কিংয়ের উপরের দিকে থাকার চ্যালেঞ্জ মাশরাফিদের।

নিজেদের প্রিয় ফরম্যাট হলেও, সতর্ক বাংলাদেশ। সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টায়, খেলার প্রতিশ্রুতি অধিনায়ক মাশরাফির। ডাম্বুলার রানগিরি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বিকাল তিনটায় শুরু হবে ম্যাচটি। শ্রীলঙ্কা থেকে আরো জানাচ্ছেন রিয়াসাদ আজিম।

পাহাড় আর সবুএজর মাএঝ দাইড়েয় যাম্বুলার রনিগির এস্টিডয়াম। সমুদ্র এনই ডাম্বুলায় এনই গল আর কলম্বোর তীব্র গরমও। কন্ডিশনটা আসলেই একটু ভিন্ন, টিম বাংলাদেশের জন্য। তবে মাশরাফিদের কন্ডিশন গরম-ঠান্ডা এসব নিয়ে ভাবার সময় কোথায়? টেস্ট সিরিজে কলম্বোর ঐতিহাসিক জয়, সফরকারি দলে সঞ্জার করেছে নতুন প্রাণের। আর তাই সিরিজের প্রথম ওয়ানডে হিসাবটা একেবারে পরিস্কার, জয় চাই বাংলাদেশের।

পি সারা ওভালের ট্র্যাজেডিতে বিপর্যস্ত স্বাগতিক শিবির। গণমাধ্যম থেকে সাবেক ক্রিকেটার সবাই ব্যস্ত হিসাব মেলাতে কোথায় গলদ? সেই হিসাবটাই সহজ করে দিতে, ঘুরে দাড়ানোর ঘোষনা লঙ্কান অধিনায়কের তেব বাংলাদেশকে নিয়ে যে যথেস্ট সাবধানী স্বাগতিরা তাতে ভুল নেই।

১৭ জনের স্কোয়াড নিয়ে আছে যেমন আলোচনা-সমালোচনা, তেমনি আছে কৌতুহল। শেষ মুহুর্তে মেহেদী মিরাজের অন্তর্বূক্তি আলোচনার পালে হাওয়া দিয়েছে। সেই যাই হোক সফরকারি ম্যানেজমেন্ট সেরা একাদশ সাজাতে চায়। মুখোমুখি ৩৮ দেখায় মাত্র চার জয় এলেও, সাম্প্রতিক বাংলাদেশ অন্যরকম। র‍্যাঙ্কিংয়ে দুদলের ছয় আর সাত নম্বর অবস্থান যার জানান দিচ্ছে।

দিবা রাত্রীর ওয়ানডেতে একাদশ, র‍্যাঙ্কিং ছাপিয়ে টসটাও যে গুরুত্বপূর্ণ হবে তাতে সন্দেহ

এ বিভাগের অন্যান্য সংবাদ