Sobujbangla.com | শুরু হতে যাচ্ছে আরামবাগ ইয়াং সোসাইটি দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট‌ -১৯
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

শুরু হতে যাচ্ছে আরামবাগ ইয়াং সোসাইটি দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট‌ -১৯

  |  ১১:৫৪, নভেম্বর ৩০, ২০১৯

মহান বিজয় দিবস কে সামনে রেখে সিলেটের আরামবাগ ইয়াং সোসাইটি কর্তৃক আয়োজিত দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৯, আগামী ১৩ই ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে । এবারের টুর্নামেন্টে প্রতিবারের মত সিলেট বিভাগের বিভিন্ন জেলা এবং থানার খেলোয়ারগণ অংশ নিচ্ছেন বলে জানালেন টুর্নামেন্টে কর্তৃপক্ষ । তাছাড়া টুর্নামেন্টে কর্তৃপক্ষ অরো জানান উক্ত টুর্নামেন্ট অংশগ্রহণের ইচ্ছুক দলের রেজিস্ট্রশন কার্যক্রম চলিতেছে এবং ১২ই ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রশন করতে পারবেন সিলেট এর যেকোন থানার খোলোয়ারগণ, রেজিস্ট্রিশন ফি মাত্র ৫০০/- টাকা । উক্ত টুর্নারমেন্ট এর চ্যাম্পিয়ান জন্য রয়েছে নগদ ১৫,০০০/- পনের হাজার টাকার ১ম পুরষ্কার এবং ২য় পুরষ্কার রানার্সআপে থাকছে নগদ ৮০০০/- আট হাজার টাকার পুরষ্কার । বিস্তারিত শর্তাবলী এবং রেজিস্ট্রশন ফি পরিশোধের জন্য ০১৭০৯০৪২৬৫৭ এবং ০১৩০২৯০৫৮৮৬ নম্বরে যোগাযোগ করতে পারবেন ।

এ বিভাগের অন্যান্য সংবাদ