Sobujbangla.com | রেকর্ড গড়ার পথে মুশফিকুর রহিম।
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

রেকর্ড গড়ার পথে মুশফিকুর রহিম।

  |  ২১:০৯, নভেম্বর ২১, ২০১৮

টেস্ট ক্রিকেটে চার হাজার রান করার পথে মুশফিকুর রহিম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আর মাত্র ৩১ রান করলেই চার হাজারি ক্লাবের তালিকায় সদস্য হবেন এই ব্যাটসম্যান। এই ক্লাবের একমাত্র বাংলাদেশি সদস্য হচ্ছেন তামিম ইকবাল। এই ওপেনারের সংগ্রহ ৪ হাজার ৪৯ রান।
মুশফিক ৬৪টি টেস্টে ৬ সেঞ্চুরি এবং ১৯টি ফিফটির মাধ্যমে ৩ হাজার ৯৬৯ রান সংগ্রহ করেছেন। আর মাত্র ৩১ রান করলেই চার হাজারী ক্লাবের সদস্য পদ পাবেন তিনি। চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট উইন্ডিজের বিপক্ষে আর ৮১ রান করলে তামিম ইকবালকে ছাড়িয়ে বাংলাদেশি ব্যাটসম্যানদের তালিকায় রান সংগ্রহের দিক থেকে শীর্ষে উঠে যাবেন মুশফিক।
উল্লেখ্য, টেস্টে রান সংগ্রহের দিক থেকে এখনও পর্যন্ত বাংলাদেশে সবার ওপরে আছেন তামিম। ৮ সেঞ্চুরি এবং ২৫টি ফিফটির সাহায্যে ৪ হাজার ৪৯ রান করেন তামিম। তার ঠিক পরেই অবস্থান মুশফিকুর রহিমের। ৬ সেঞ্চুরি এবং ১৯টি ফিফটিতে তার সংগ্রহ ৩ হাজার ৯৬৯ রান। অন্যদিকে ৫ সেঞ্চুরি এবং ২৩টি ফিফটির সাহায্যে ৩ হাজার ৬৯২ রান নিয়ে তিনে আছেন সাকিব।

এ বিভাগের অন্যান্য সংবাদ