প্রটোকলের বেড়াজালে ‘বন্দি জীবন : প্রধানমন্ত্রী
এখন একটা প্রটোকলের বেড়াজাল, সিকিউরিটির বন্দি জীবন; এই হয়ে গেছে আমার সমস্যা। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের চেন্সারি ভবনের ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিরাপত্তার বেড়াজালে থাকা জীবনে পুরনো সময় নিয়ে আক্ষেপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এখন সময় এত কম। আর তা ছাড়া এই সরকারে থাকলে যে সমস্যাটা হয়ে যায়, সেটি আপনারা বোঝেন। প্রটোকল, সিকিউরিটি, হাবিজাবি, অনেক কিছু দিয়ে ‘ মনে হয়, যেন একটা কারাগারে বন্দি।
শেখ হাসিনা বলেন, এই জেদ্দায় এমনও দিন গেছে, তিনটা জায়গায় সভা করেছি। আগের মতো যে মুক্তভাবে ঘুরে বেড়াতাম, সে সুযোগটা আর এখন হচ্ছে না।
সরকারপ্রধান হিসেবে কাজের চাপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সময়ও কম, অনেক অল্প সময়ে অনেক কাজ করতে হচ্ছে।
তিনি বলেন, যখন আমরা এসেছি, ওমরাহ করেছি, সবসময় আমাদের সঙ্গে সঙ্গে থেকেছেন, সহযোগিতা করেছেন; সেই কথাগুলো সবসময় মনে পড়ে।
মদিনায় মহানবীর (সা )-এর রওজা জিয়ারতের পর বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী সৌদি সরকারের বিশেষ বিমানে জেদ্দা আসেন।